কলকাতা: কয়েক ঘণ্টা পরই আইপিএলের আগামী সংস্করণের নিলাম পর্ব শুরু। যদিও এ বার মিনি অকশন। শেষ মুহূর্তে বেশ কয়েকজন নাম তুলে নেওয়ায় সংখ্যাটা আরও কমেছে। ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। নাম তুলে নিয়েছেন ইংল্যান্ডের তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। একই পথে হেঁটেছেন বাংলাদেশের দুই ক্রিকেটারও। আপাতত তাই নিলামের তালিকায় সংখ্যাটা বলা যায় ৩৩০জন। তবে নিলামের আগে পেসারদের জন্য বিরাট সুখবর। নিলামের তালিকায় থাকা ভারতীয় পেসার জয়দেব উনাদকাট স্বাগত জানিয়েছেন নতুন নিয়মকে। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
এত দিন অবধি ওভার প্রতি একটা বাউন্সার দেওয়া যেত। স্বাভাবিক ভাবে আরও একটা বাউন্সার দিলেই ডাকা হত নো বল। একটা বাউন্সার দিলে ব্যাটাররাও নিশ্চিন্ত হয়ে যেতেন, এই ওভারে অন্তত আর কোনও বাউন্সার আসছে না। আইপিএলের আগামী সংস্করণে অবশ্য এই স্বস্তি নেই ব্যাটারদের। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী ওভারে দুটো বাউন্সার দেওয়া যাবে। পেসারদের জন্য যা খুশির খবর। তাঁরা বোলিংয়ে আরও বৈচিত্র আনতে পারবেন। ব্যাটারদের কাছে নতুন চ্যালেঞ্জ।
এ মরসুমের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ওভারে দুটি বাউন্সারের নিয়ম পরীক্ষামূলক ভাবে চালু করেছিল ভারতীয় বোর্ড। রেজাল্টে খুশি। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য এসেছে। এ বার সেই নিয়ম আইপিএলেও চালু করা হল। নিলামের তালিকায় রয়েছেন জয়দেব উনাদকাট। এই বাঁ হাতি পেসার আইপিএলে বিভিন্ন দলে খেলেছেন। এ বারও দল পাবেন, প্রত্যাশায় জয়দেব। আইপিএলের নতুন নিয়মকে স্বাগত জানিয়ে বলছেন, ‘এটা দারুণ সিদ্ধান্ত। কোনও পেসার স্লোয়ার বাউন্সারও দিতে পারে। ফলে ব্যাটার বুঝেই যেত, এই ওভারে আর বাউন্সার আসবে না। এ বার তাঁরাও সতর্ক থাকবে। বোলাররা ওভারের শুরুতে একটা বাউন্সার দিলেও আর একটা দেওয়ার বিকল্প খোলা থাকছে।’
আইপিএলের গত সংস্করণে চালু হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। সেই নিয়ম এ বারও থাকছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে নানা মত থাকলেও, অনেক দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তেমনই ওভারে দুটি বাউন্সারের নিয়ম, দলগুলিকে স্বস্তি দিতেই পারে। অন্তত পেসাররা উচ্ছ্বসিত হবেন, বলাই যায়।