কলকাতা: একটা সময় মুম্বই ছিল তাঁর কাছে স্বপ্ননগরী। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছেছিলেন সেখানে। কিন্তু তখন কিছুই ছিল না তাঁর। আজাদ ময়দানের টেন্টে রাত কাটত। খেতেন রাস্তার খাবার। দিনভর খেলতেন সেখানেই। কোচ জ্বালা সিং অবশ্য প্রতিভা চিনতে ভুল করেননি। সেই যশস্বী জয়সওয়াল এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত মুখ। সবে টেস্ট অভিষেক হয়েছে। কিন্তু তারই মধ্যে হইচই ফেলে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে পর পর দুটো ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী। সিরিজের সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ১০০র উপর গড়। ১০০র কাছাকাছি স্ট্রাইক রেট। যেন কোনও বোলারই ঠাঁই পাচ্ছেন না তাঁর সামনে। টেস্ট ব়্যাঙ্কিংয়েও বড়সড় লাফ দিয়েছেন। ১৫তে চলে এসেছেন। যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে খুব শিগগিরই হয়তো প্রথম দশে ঢুকে পড়বেন। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু চতুর্থ টেস্ট। তার আগে আরও এক স্বপ্নপূরণ হল যশস্বীর। কী সেই কাহিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অন্ধকার থেকে রাজপথে উঠে আসার গল্প যেন লিখে চলেছেন যশস্বী। যে মুম্বইয়ে এক সময় এসেছিলেন স্বপ্নপূরণ করতে, সেখানেই নতুন ফ্ল্যাট কিনে ফেললেন ভারতের বাঁ হাতি টেস্ট ওপেনার। ইস্ট বান্দ্রার টেন বিকেসি প্রজেক্টে প্রায় সাড়ে ৫ কোটি টাকা দিয়ে কিনলেন নিজের প্রথম ফ্ল্যাট। তাও কিনা ওই মুম্বই শহরেই। এগারো-শো স্কোয়্যার ফুটের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করা হয়েছে ৭ জানুয়ারি। মুম্বইয়ে সেই উঠে আসার দিনগুলোর কথা এখনও ভোলেননি যশস্বী। বলেওছেন, ‘আমি ওই দিনগুলো কোনও দিন ভুলিনি। ওই দিনগুলোই আমাকে মানসিক ভাবে শক্তপোক্ত করে তুলেছে।’
সবে পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু একে একে ভাঙতে শুরু করে দিয়েছেন নানা রেকর্ড। যে ভাবে এগোচ্ছেন, তাতে আরও রেকর্ড যে গড়বেন, সন্দেহ নেই। সুনীল গাভাসকর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়— সকলে মুগ্ধ যশস্বীর দুরন্ত পারফরম্যান্সে। যশস্বী অবশ্য এতেই থামতে চান না। ভারতের নতুন রান মেশিন হিসেবে নিজেকে আরও মেলে ধরতে চান।