অ্যাডিলেডঃ লজ্জারও বোধহয় একটা সীমা থাকে! সেই সীমাও শনিবার পার করে ফেল টিম কোহলি (Virat Kohli)। শনিবার অ্যাডিলেডে (Adeliade Test) ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড এবার ক্যাপ্টেন কোহলি ও তাঁর দলের দখলে। ভেঙে ফেললেন ৪৬ বছরের পুরনো লজ্জার রেকর্ড (Record)। লজ্জার শেষ এখানেও নয়। এই প্রথম টেস্ট ক্রিকেট (Test Cricket) ইতিহাসে একটি ইনিংসে একজন ভারতীয় ব্যাটসম্যানও টপকাতে পারলেন না দুই অঙ্কের রান!
১৯৭৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াদেকারের (Ajit Wadekar) ভারত। সেই ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছিলেন একমাত্র একনাথ সোলকার। ১৮ রান করেছিলেন সোলকার।
অনেক ভারতীয়ই এদিন সকালে চোখ কচলাতে কচলাতে টেস্টের স্কোর দেখতে গিয়ে আঁতকে উঠেছেন নিশ্চয়ই। একসময় ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৯! এত কম রানে ৬ উইকেট হারানোর লজ্জা ভারতীয় টেস্ট ইতিহাসে প্রথমবার। এর আগে ১৯৯৬ সালে ডারবানে (Durban)দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট হারিয়েছিল সচিনের (Sachin Tendulkar) নেতৃত্বাধীন ভারত। আর শনিবার সব লজ্জার রেকর্ডকে পেছনে ফেরে বিরাট লজ্জার নজির গড়ল কোহলির ভারত।
একবার দেখে নেব, টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটিংয়ের লজ্জার ৫ ইতিহাস-
এখানেই শেষ নয়, টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম ১০য়ের মধ্যে স্থান পেয়েছে আজকের অ্যাডিলেডে ভারতের লজ্জার ৩৬ রান! আইসিসির (ICC) প্রকাশিত সেই তালিকায় ৭ নম্বরে জায়গা করে নিয়েছে বিরাটদের লজ্জা।
পরের টেস্টে বিরাট নেই।স্ত্রী সন্তানসম্ভবা। তাই দেশে ফেরা।বিরাটহীন ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে এই লজ্জার ইতিহাস থেকে? এখন এটাই কোটি টাকার প্রশ্ন।