Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG: রোহিত, বিরাট ফেরায় ভারতের কম্বিনেশন যা হতে পারে…

India vs Afghanistan T20I Series: দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি থাকলেও একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। আফগানদের বিরুদ্ধে প্রথম প্রশ্ন, ওপেনিং কম্বিনেশন কী হতে পারে? অধিনায়ক রোহিত শর্মা ওপেনার। তাঁর সঙ্গী হিসেবে বিকল্প শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয়জনের পারফরম্যান্স তুলনামূলক ভাবে ভালো।

IND vs AFG: রোহিত, বিরাট ফেরায় ভারতের কম্বিনেশন যা হতে পারে...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 8:00 AM

আর কোনও জল্পনা নয়। টি-টোয়েন্টি নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা। সাময়িক বলা যায় কি? আপাতত তাই। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই দল হিসেবে দেখে নেওয়ার সুযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ব্যক্তিগত পারফরম্যান্স দেখার জন্য অনেকটাই নির্ভর করতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওপর। গত কয়েক দিন ধরেই একটা যেন নীরব পর্ব চলছিল। দক্ষিণ আফ্রিকা সফরের আগে শোনা গিয়েছিল, টি-টোয়েন্টিতে ফিরবেন রোহিত-বিরাট। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকাতেও বিরাট, রোহিত টি-টোয়েন্টি না খেলায় ধোঁয়াশা বাড়ছিল। আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন এই দুই তারকা। তাহলে ভারতের কম্বিনেশন কী হতে পারে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি থাকলেও একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। আফগানদের বিরুদ্ধে প্রথম প্রশ্ন, ওপেনিং কম্বিনেশন কী হতে পারে? অধিনায়ক রোহিত শর্মা ওপেনার। তাঁর সঙ্গী হিসেবে বিকল্প শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দ্বিতীয়জনের পারফরম্যান্স তুলনামূলক ভাবে ভালো। ডান-বাঁ হাতি কম্বিনেশনও পাওয়া যাবে। তিনে বিরাট কোহলি। চারে তিলক ভার্মা, পাঁচে রিঙ্কু সিং। এখানেই প্রশ্ন, শুভমন বা যশস্বীর মধ্যে কাকে সুযোগ দেওয়া হবে!

মিডল অর্ডারে বা আরও নির্দিষ্ট করে বলা যায় পাঁচ নম্বরে রিঙ্কু সিংয়ের জায়গা পাকা। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ফিল্ডিং দলের বাড়তি পাওনা। প্রয়োজনে বল হাতেও এক ওভার সহযোগিতা করার মতো দক্ষতা রয়েছে। যশস্বীকে যদি ওপেন করানো হয়, শুভমনকে সুযোগ দিতে হলে মিডল অর্ডারে খেলাতে হবে। সেক্ষেত্রে চারে তিলকের জায়গায় শুভমন! আর তেমন জায়গা নেই। ওয়াশিংটন সুন্দর, শিবম দুবেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়েছিল। এক ম্যাচেও খেলানো হয়নি এই দু-জনকে। আফগানদের বিরুদ্ধে হয়তো শিবম দুবেকে সুযোগ দেওয়া হতে পারে।

বোলিংয়ে অর্শদীপ, মুকেশ কুমার, আবেশ খানের সঙ্গে অক্ষর প্যাটেল। লেগস্পিনারের জায়গা নিয়ে লড়াই কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক উইকেট শিকারি হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় একাদশে সুযোগ পাননি রবি বিষ্ণোই। আফগানিস্তানের বিরুদ্ধেও এগিয়ে কুলদীপই।

আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার