India vs West Indies: ভারতের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, রয়েছেন চন্দ্রপল

Jun 30, 2023 | 4:23 PM

Indian Cricket Team : ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শেষ হবে ৯ জুলাই। তারপর টেস্ট টিমে যোগ দিতে পারেন জেসন হোল্ডার, শেই হোপের মতো সিনিয়র ক্রিকেটাররা।

India vs West Indies: ভারতের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, রয়েছেন চন্দ্রপল
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ থাকছে এই সিরিজে। টেস্ট ও ওডিআইয়ের জন্য ভারতীয় বোর্ড আগেই স্কোয়াড ঘোষণা করেছিল। এ বার ওয়েস্ট ইন্ডিজও টেস্ট স্কোয়াড ঘোষণা করল। প্রাথমিক ভাবে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করল তারা। লাল-বলে স্পেশালিস্ট ব্যাটার ক্রেগ ব্রেথওয়েটই নেতৃত্ব দেবেন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১২ জুলাই। প্রথম টেস্ট হবে ডমিনিকায়। তার আগে অ্যান্টিগায় শিবির করছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ জুলাই ডমিনিকায় উড়ে যাবে তারা। সিরিজে দ্বিতীয় টেস্ট ২০ জুলাই থেকে। দ্বিতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে। ডমিনিকার ম্যাচটি দু-দেশের কাছেই স্মরণীয় হতে চলেছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে শততম ম্যাচ খেলতে চলেছে। টেস্ট সিরিজ শেষে ২৭ জুলাই থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ৩ অগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে এক ই-মেলে জানানো হয়েছে, টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল বেছে নিয়েছে তাদের নির্বাচন প্যানেল। তবে এটিই যে চূড়ান্ত দল নয়, নিশ্চিত হওয়াই যায়। ভারতের মাটিতে এ বার ওডিআই বিশ্বকাপ। সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়েতে যোগ্যতা অর্জন পর্ব খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে উঠলেও ব্যাকফুটে রয়েছেন নিকোলাস পুরানরা। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শেষ হলে কয়েকজন সিনিয়র সদস্য টেস্ট দলেও ফিরবেন।

ওয়েস্ট ইন্ডিজ যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে, তাতে রয়েছেন কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র ত্যাগনারায়ণ চন্দ্রপল। এখনও অবধি আধডজন টেস্ট খেলেছেন ত্যাগনারায়ণ। একটি করে শতরান ও অর্ধশতরান সহ করেছেন ৪৫৩ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক স্কোয়াড- ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথাঞ্জে, জেরমাইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, ত্যাগনারায়ণ চন্দ্রপল, রহকিম কর্নওয়াল, জোসুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আকিম জর্ডন, জেয়ার ম্যাকঅ্যালিস্টার, কার্ক ম্যাকেঞ্জি, মার্কিনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেফার, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শেষ হবে ৯ জুলাই। তারপর টেস্ট টিমে যোগ দিতে পারেন জেসন হোল্ডার, শেই হোপের মতো সিনিয়র ক্রিকেটাররা।

Next Article