IPL 2021: কিং খানকে ঠান্ডা করলেন রাসেল

খেলার পর সাংবাদিক সম্মেলনে শাহরুখের (Shahrukh Khan) টুইট প্রসঙ্গে রাসেল (Andre Russell) বলেন, 'টুইটে ভুল কিছু ভোলেননি শাহরুখ। তবে ক্রিকেট খেলাটা এমনই। শেষ হওয়ার আগে পর্যন্ত কিছুই বলা যায় না।'

IPL 2021: কিং খানকে ঠান্ডা করলেন রাসেল
শাহরুখের টুইটে প্রতিক্রিয়া রাসেলের। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 5:54 PM

চেন্নাই: মুম্বইয়ের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন নাইট কর্ণধার শাহরুখ খান (Shahrukh Khan)। ম্যাচ শেষে মালিকের টুইটের জবাব দেন আন্দ্রে রাসেল (Andre Russell)। শাহরুখের টুইটকে দ্রে রাস সমর্থন করলেও এটা জানাতে ভোলেননি যে ক্রিকেটে এমনটা হয়েই থাকে। খেলার পর সাংবাদিক সম্মেলনে শাহরুখের (Shahrukh Khan) টুইট প্রসঙ্গে রাসেল (Andre Russell) বলেন, ‘টুইটে ভুল কিছু ভোলেননি শাহরুখ। তবে ক্রিকেট খেলাটা এমনই। শেষ হওয়ার আগে পর্যন্ত কিছুই বলা যায় না।’

আরও পড়ুন: পরিবেশ দূষণ রুখতে অভিনব বার্তা হিটম্যানের

লো স্কোরিং ম্যাচে এ ভাবে যে ভেঙে পড়বে ইওন মর্গ্যানের টিম, হয়তো নাইটদের মালিকও আশা করেননি। ম্যাচের পর যে কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন খোদ শাহরুখ খান (Shahrukh Khan)। টুইটারে কিং খান (Shahrukh Khan) লিখেছেন, ‘খুবই হতাশাজনক পারফরম্যান্স। এই পরিস্থিতিতে শুধু নাইটদের (Kolkata Knight Riders) পক্ষ থেকে সমস্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি।’ রাসেলের (Andre Russell) ব্যাখ্যা, ‘যতই হারি না কেন, আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। কিছু ভালো খেলা আমরা তুলে ধরতে পেরেছিলাম। আর তাই টিমের জন্য আমি গর্বিত। একটা হার মানেই কিন্তু পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়। আইপিএলে আমরা সবে দ্বিতীয় ম্যাচ খেললাম। এখনও অনেক খেলা বাকি আছে। তবে এই হার থেকে শিক্ষা নিতে হবে।’ টিম ব্যর্থ হলেও বোলার রাসেল কিন্তু দারুণ সফল। মুম্বইকে অল্প রানে বেঁধে ফেলার পিছনে রয়েছে তাঁর ৫ উইকেট। তবে যে রাসেলকে (Andre Russell) দেখতে অভ্যস্থ কেকেআর সমর্থকরা, তার ছায়াও হয়ে উঠতে পারেননি এখনও। রাসেলের (Andre Russell) কথায়, ‘আমি প্রচুর টি-টোয়েন্টি ম্যাচে এমন দেখেছি, যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও একটা টিম হেরে বসেছে। এ নিয়ে হতাশা বাড়িয়ে লাভ নেই। বরং সামনে তাকাতে হবে। জেতার কথা ভাবতে হবে।’