মুম্বইয়ে হতে পারে আইপিএলের গ্রুপ পর্যায়

বিসিসিআইয়ের এক কর্তা বলছেন, 'এখন আমরা আইপিএলের গ্রুপ লিগ শুধু মুম্বইয়ে করার কথা ভাবছি। ব্র্যাবোর্ন, ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল, রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম, এই চারটে স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্লে-অফ হবে আমেদাবাদের মোতেরাতে।'

মুম্বইয়ে হতে পারে আইপিএলের গ্রুপ পর্যায়
ছবি-টুইটার

|

Feb 22, 2021 | 5:17 PM

মুম্বই: আইপিএল-১৪ দেশের মাঠেই হবে। তবে পুরোনো ফর্ম্যাটে আটটা ফ্র্যাঞ্চাইজি যে ভাবে হোম, অ্যাওয়ে ভিত্তিতে খেলত, তা হওয়ার সম্ভাবনা খুব কম। শুধু মুম্বই আর আমেদাবাদ— এই দুটো শহরে আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শুরু তবে পারে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘এখন আমরা আইপিএলের গ্রুপ লিগ শুধু মুম্বইয়ে করার কথা ভাবছি। ব্র্যাবোর্ন, ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল, রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম, এই চারটে স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্লে-অফ হবে আমেদাবাদের মোতেরাতে।’

করোনার জন্য গত আইপিএল আয়োজন করা হয়েছিল আমিরশাহিতে। এখনও করোনার প্রভাব পুরোপুরি কমেনি। তাই এই আইপিএল নিয়েও কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। সেই কারণেই মুম্বইকেই বেছে নেওয়া হচ্ছে আইপিএলের প্রথম শহর হিসেবে। তবে এ ব্যাপারে এখনও আলোচনার স্তরেই রয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বোর্ডের সিংহভাগ কর্তাই কিন্তু মুম্বইকে আইপিএলের প্রথম শহর হিসেবে পেতে চান। আন্তর্জাতিক মানের মাঠের সংখ্যা বেশি যেমন, তেমনই সুযোগ সুবিধাও অনেক আধুনিক। বেশ কিছু আধুনিক ট্রেনিং গ্রাউন্ডও আছে।

আরও পড়ুন:খালিদের বদলার সামনে লাল-হলুদ

ওই কর্তা বলেছেন, ‘এখনও সরকারি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, আইপিএল শুরু হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।’