IPL 2021: ভালো বোলিং করছেন, বুঝতেই পারছিলেন না রাহুল

sushovan mukherjee |

Apr 14, 2021 | 3:32 PM

রাহুলের (Rahul Chahar) এই সাফল্যের রহস্য কী? রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডদের বিরুদ্ধে নেটে নিয়মিত বল করেন। যা তাঁকে ধারালো করে তুলেছে। রাহুল (Rahul Chahar) বলেওছেন, 'আমি নেটে নিয়মিত ভারতীয় টিমের ব্যাটসম্যান, বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করি। এই সুযোগটা কেউ পেলে তার আর চাপ থাকে না। যে কারণে ম্যাচে বল করার সময় অনেক খোলা মনে বল করতে পারি।'

IPL 2021: ভালো বোলিং করছেন, বুঝতেই পারছিলেন না রাহুল
নাইটদের বিরুদ্ধে অবিশ্বাস্য বোলিং রাহুল চাহারের। ছবি: টুইটার

Follow Us

চেন্নাই: আইপিএল (IPL) থেকে প্রতি বছর উঠে আসছে নতুন নতুন মুখ। কুড়ি-বিশের দুনিয়ায় আর এক তরুণ ক্রমশ মেলে ধরছেন নিজেকে। ২১ বছরের রাহুল চাহার (Rahul Chahar) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঙ্গলবার রাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। লেগস্পিনারের শুরুটা ছিল বেশ খারাপ। প্রথম তিন বলে ১০ রান দিয়েছিলেন । কিন্তু তার পর এই রাহুলই পাল্টে দিয়েছেন ম্যাচ। ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন কেকেআরের (KKR) টপ অর্ডারের ৪ উইকেট। ম্যাচের সেরাও তিনি।

আরও পড়ুন: বিরাটকে সরিয়ে শীর্ষে বাবর

রাহুলের (Rahul Chahar) এই সাফল্যের রহস্য কী? রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডদের বিরুদ্ধে নেটে নিয়মিত বল করেন। যা তাঁকে ধারালো করে তুলেছে। রাহুল (Rahul Chahar) বলেওছেন, ‘আমি নেটে নিয়মিত ভারতীয় টিমের ব্যাটসম্যান, বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করি। এই সুযোগটা কেউ পেলে তার আর চাপ থাকে না। যে কারণে ম্যাচে বল করার সময় অনেক খোলা মনে বল করতে পারি।’

এই নিয়ে চতুর্থ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন রাহুল (Rahul Chahar)। প্রতি বছরই পরিণত হয়ে উঠছেন। কেকেআরের (KKR) বিরুদ্ধে লাইন আর লেন্থটাই বজায় রাখার চেষ্টা করে গিয়েছিলেন। রাহুল নিজের সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে। ‘আমার নিজের প্রতি নিজের যতটা আত্মবিশ্বাস আছে, তার থেকে অনেক বেশি আছে রোহিতভাইয়ের। ওই আমার নিজের প্রতি আস্থাটা বাড়িয়ে দিয়েছে। রোহিত ভাই ম্যাচের সময় বলছিল, তুমি ভালো বল করছ। অনেক সময় আমি নিজেই বুঝতে পারি না, কতটা ভালো বল করছি। আমি কেকেআর ম্যাচে চেষ্টা করছিলাম, ধারাবাহিক বলটা টার্ন করিয়ে যেতে।’

যে চারটে উইকেট পেয়েছেন, তার মধ্যে রাহুল ত্রিপাঠীর উইকেটটাই বেশি তৃপ্তি দিয়েছে। রাহুলের কথায়, ‘রাহুল ত্রিপাঠীর উইকেটটাই সবচেয়ে তৃপ্তি দিয়েছে। লেগস্পিনাররা যে ভাবে একজন ব্যাটসম্যানকে আউট করে, ঠিক সেভাবেই ওকে আউট করেছি।’

Next Article