IPL 2021: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

sushovan mukherjee |

Apr 14, 2021 | 2:13 PM

টুইটারে কিং খান (Shahrukh Khan) লিখেছেন, 'খুবই হতাশাজনক পারফরম্যান্স। এই পরিস্থিতিতে শুধু নাইটদের (Kolkata Knight Riders) পক্ষ থেকে সমস্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি।'

IPL 2021: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান
ক্ষমা চাইলেন শাহরুখ। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: রোহিত শর্মার টিমের ১৫৩ তাড়া করতে নেমে ১৪২-৭ এ শেষ কেকেআর (KKR)। দুই ওপেনার নীতিশ রানা ও শুভমন গিল ৭২ রানের পার্টনারশিপ দিয়ে গিয়েছিলেন। ৮.৫ ওভারে পড়েছিল প্রথম উইকেট। বাকি ওভারে পুরো টিম ৭০-র বেশি তুলতে পারেনি। লো স্কোরিং ম্যাচে এ ভাবে যে ভেঙে পড়বে ইওন মর্গ্যানের টিম, হয়তো নাইটদের মালিকও আশা করেননি। ম্যাচের পর যে কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন খোদ শাহরুখ খান (Shahrukh Khan)।
টুইটারে কিং খান (Shahrukh Khan) লিখেছেন, ‘খুবই হতাশাজনক পারফরম্যান্স। এই পরিস্থিতিতে শুধু নাইটদের (Kolkata Knight Riders) পক্ষ থেকে সমস্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি।’

চেন্নাইয়ের মাঠে স্পিনাররাই যে ফ্যাক্টর হয়ে যাচ্ছে। নাইটদের ক্ষেত্রে হয়েওছে তাই। মুম্বইয়ের লেগস্পিনার রাহুল চাহারই ফারাক গড়ে দিয়েছেন। নীতিশ, শুভমন, রাহুল ত্রিপাঠী, মর্গ্যানকে পর পর তুলে নিয়েছেন। বাকি কাজটা শেষ করেছিলেন ট্রেন্ট বোল্ট। তিনি নিয়েছেন ২ উইকেট।

আরও পড়ুন: IPL 2021: ভাঙল আঙুল, বাকি আইপিএলে নেই স্টোকস

শেষ ছ’ওভারে অর্থাত্‍ ৩০ বলে দরকার ছিল ৩১ বল। হাতে ছিল ৭ উইকেট। ২০ রানের বেশি তুলতে পারেনি টিম। যা বেশ অবাক করার মতো ব্যাপার। বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটারও যা দেখে রীতিমতো অবাক। ‘পর পর ভুলের খেসারত দিতে হল কেকেআরকে। ৩০ বলে ৩১ রান টার্গেট থাকে যখন, তখন খুব বেশি টিম সেটা নিয়ে লড়াই করতে পারে না। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। মুম্বই কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করেছে।’

Next Article