চেন্নাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব এবং প্রথম কোয়ালিফায়ার শেষ। প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল। পয়েন্ট টেবলেও শীর্ষস্থানে ছিল। যদিও কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হার। তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ৮১ রানের বিশাল ব্যবধানে হার। বিদায় লখনউ সুপার জায়ান্টসের। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ জিতলে ফাইনাল। এই ম্যাচের আগে তিন বার মুখোমুখি হয়েছিল লখনউ ও মুম্বই। তিন বারই জিতেছিল লখনউ। গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো এই ম্যাচেও পরিসংখ্যান পাল্টে গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
এর আগে মুখোমুখি সাক্ষাতে তিন বারই জিতেছিল লখনউ। পরিসংখ্যান বদলে দিল মুম্বই।
ম্যাচের সেরা আকাশ মাধওয়াল। মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট। প্লে-অফে সেরা বোলিং পরিসংখ্যান।
ম্যাচের বিস্তারিত রিপোর্ট পড়ুন এই লিঙ্কে : মুম্বইকে কোয়ালিফায়ারে তুললেন ঋষভ পন্থের পড়শি
এ বারও হয়তো প্লে-অফেই বিদায়। আকাশ মাধওয়ালের পাঁচ উইকেট। তিনটে রান আউট। ৮১ রানের বিশাল ব্যবধানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স।
পরপর দু-বলে আয়ুষ বাদোনি এবং নিকোলাস পুরানকে ফেরালেন আকাশ মাধওয়াল। পঞ্চম উইকেট হারাল লখনউ। লক্ষ্য ক্রমশ কঠিন হচ্ছে।
আফগান পেসার নবীন উল হকের বোলিংয়ে হাই ক্যাচ। সাইট-স্ক্রিনের সামনে ক্যাচ নিলেন কৃষ্ণাপ্পা গৌতম। ২০ বলে ৩৩ রানে ফিরলেন স্কাই। একই ওভারে গ্রিনের বড় উইকেট নবীনের।
দুই ওপেনারের উইকেট হারালেও রানের গতি কমেনি মুম্বইয়ের। পাওয়ার প্লে-তে ৬২-২। ক্যামেরন গ্রিন অনবদ্য খেলছেন।
দুই ওপেনারই ড্রেসিংরুমে। নবীনের পর তরুণ পেসার যশ ঠাকুর। স্পেলের প্রথম ওভারে ফেরালেন ঈশান কিষাণকে।
ভালো শুরুর ইঙ্গিত ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। স্পিন দিয়ে শুরু করে লখনউ সুপার জায়ান্টস। রান তুলছিল মুম্বই ইন্ডিয়ান্স। চতুর্থ ওভারে মিডিয়াম পেসার নবীন উল হক। দ্বিতীয় বলেই ফেরালেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে।
প্রথম একাদশ এবং সাবস্টিটিউটেও নেই কুইন্টন ডি’কক। টস হেরে রান তাড়া করবে লখনউ। প্রথম একাদশে তিন বিদেশি। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে দেখা যেতে পারে কাইল মেয়ার্সকে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের। দেখে নিন দু-দলের একাদশ।
মুম্বই ইন্ডিয়ান্স : ঈশান কিষাণ, রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক ভার্মা, ক্রিস জর্ডন, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল, হৃতিক শোকিন
সাবস্টিটিউট : রমনদীপ সিং, নেহাল ওয়াদেরা, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়, সন্দীপ ওয়ারিয়ের
লখনউ সুপার জায়ান্টস : ক্রুনাল পান্ডিয়া, প্রেরক মানকড়, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, নবীন উল হক, যশ ঠাকুর, মহসিন খান
সাবস্টিটিউট : কাইল মেয়ার্স, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং, স্বপ্নিল সিং, অমিত মিশ্র
আজও চেন্নাইতে ম্যাচ। রান তাড়া করা কতটা কঠিন, টের পেয়েছে গুজরাট টাইটান্স। টস জিতে ব্যাটিং নেওয়াই শ্রেয়, পিচ রিপোর্টে এমনই জানালেন ম্যাথু হেডেন।
একদিকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। অপর দলের বয়স সাকুল্যে ২। অভিজ্ঞতায় মুম্বই ইন্ডিয়ান্স শত যোজন এগিয়ে লখনউ সুপার জায়ান্টসের থেকে। আজকের ম্যাচে আন্ডারডগ সুপার জায়ান্টস। তবে টি-২০তে পরিসংখ্যান পাল্টে যেতে পারে মুহূর্তে। ষষ্ঠ বার আইপিএল ট্রফি জিততে হলে এলিমিনেটর ম্যাচ থেকে এলিমিনেট হওয়ার জায়গা নেই মুম্বইয়ের।