PBKS vs RCB, IPL 2023: সিরাজের ৪ উইকেট, বিরাটের ক্যাপ্টেন্সির প্রত্যাবর্তনে জয়ে ফিরল আরসিবি

এদিনও ব্যর্থ আরসিবির মিডল অর্ডার। বিরাট-ডু’প্লেসি জুটি ভাঙার পর মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে আরসিবি। ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক হয়ে ফিরে যান।

PBKS vs RCB, IPL 2023: সিরাজের ৪ উইকেট, বিরাটের ক্যাপ্টেন্সির প্রত্যাবর্তনে জয়ে ফিরল আরসিবি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 8:15 PM

তিথিমালা মাজী: টসের সময় বড় টুইস্ট। ফাফ ডুপ্লেসির পরিবর্তে টস করতে এলেন বিরাট কোহলি (Virat Kohli)! সকলে অবাক। দেশের হয়ে এবং আইপিএলে (IPL 2023) আরসিবির হয়ে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দিতে চাননি। কিন্তু আইপিএল দলের স্বার্থে রাজি হলেন। চোট থাকায় ফিল্ডিং করলেন না ডুপ্লেসি। তাই পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেতৃত্ব দিলেন বিরাট। আইপিএলে ৫৫৬ দিন পর বিরাটের নেতৃত্বে ফেরার দিন জিতল আরসিবি। পঞ্জাব কিংসকে তাদেরই ঘরের মাঠে ২৪ রানে হারিয়ে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (PBKS vs RCB)। অধিনায়কোচিত ইনিংস বিরাটে ব্যাটে। অনবদ্য ডুপ্লেসি। মোট রান ১৭৪। রান তাড়া করতে নামা পঞ্জাবকে ১৫০ রানে গুটিয়ে দেন মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গারা। ৪ উইকেট নিয়ে আরসিবির সবচেয়ে সফল বোলার সিরাজ। ম্যাচের বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি জুটি এদিনও অনবদ্য। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে আরসিবি। তার মধ্যে বিরাট-ফাফ জুটিতে উঠল ১৩৭ রান। ১৫ ওভার পর্যন্ত আরসিবির ওপেনিং জুটি তটস্থ করে রেখেছিল পঞ্জাবকে। ১৭তম ওভারে ব্যক্তিগত ৫৯ রানে বিরাটের উইকেট তুলে নেন হরপ্রীত ব্রার। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। এরপর তিন নম্বরে এসে গোল্ডেন ডাক হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮তম ওভারে অধিনায়ক ফাফ ডু’প্লেসির উইকেট হারায় আরসিবি। তিনি করেন ৫৬ বলে ৮৪ রান। এরপর আরসিবির আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। এদিনও ব্যর্থ আরসিবির মিডল অর্ডার। বিরাট-ডু’প্লেসি জুটি ভাঙার পর বাকি চার ওভারে ৩৭ রান যোগ করতে পেরেছে আরসিবি। ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক হয়ে ফিরে যান। ৮৪ রানের ইনিংস ডুপ্লেসির। এরপর আরসিবির আর কোনও ব্যাটারের ব্যাট চলল না। ওপেনিং জুটির দুর্দান্ত শুরু সত্ত্বেও ৪ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ১৭৪ রানের বেশি তুলতে পারেনি আরসিবি। গত মরসুমে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন দীনেশ কার্তিক। এই মরসুমে সেই ফর্মের ধারেকাছেও নেই তিনি। দেখা যাচ্ছে, বিরাট-ডুপ্লেসি-ম্যাক্সওয়েল ত্রয়ীর পর আরসিবি রান তোলার মতো ব্যাটার খুঁজে পাচ্ছে না। কেকেআরের হয়ে রিঙ্কু সিং, পঞ্জাবের হয়ে শাহরুখ খানরা যে ভূমিকা পালন করছেন আরসিবির হয়ে সেই ভূমিকা দেখা যাচ্ছে না শাহবাজ আহমেদদের।

রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে একের পর এক উইকেট খুইয়েছে পঞ্জাব। পাওয়ার প্লে ওভারে চারটি উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ভরসা দিতে পারেননি। অধিনায়ক স্যাম কারান ১২ বলে ১০ রান করে রান আউট হয়ে ফেরেন। ব্যাটিং বিপর্যয়ের দিন পঞ্জাবকে ভরসা দিচ্ছিলেন প্রভসিমরন সিং। ১১.৩ ওভারে পঞ্জাব ওপেনারকে ফিরিয়ে আরও চাপে ফেলে দেন ওয়েন পার্নেল। ৪টি ছয় ও ৩টি চারের সাহায্যে ৩০ বলে ৪৬ রান প্রভসিমরনের। সাত নম্বরে ব্যাট করতে নামা জীতেশ শর্মা চালিয়ে খেলছিলেন। হরপ্রীত ব্রারকে সঙ্গে নিয়ে পঞ্জাবের ইনিংস এগোতে থাকেন জীতেশ। ১৬.৬ ওভারে জীতেশকে ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল আরসিবির কাছে। হর্ষল প্যাটেলের বল আকাশে তুলে দেন জীতেশ। ক্যাচ ফসকান বিরাট। তাতে আরসিবির জয় আটকাল না। ১৮.২ ওভারে সেই জীতেশকে (২৭ বলে ৪১ রান) ফিরিয়ে আরসিবিকে জিতিয়ে দেন হর্ষল প্যাটেল। ম্যাচে একমাত্র উইকেট হর্ষলের।

৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?