হায়দরাবাদ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ৩৪ তম ম্যাচ হল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। একেবারেই ধারাবাহিক নয় সানরাইজার্স। অন্য দিকে, গত ম্যাচেই এ বারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। লাস্ট বয়ের লড়াইয়ে শেষ ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও খেই হারায়। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফর্ম করেন। তবে টিম গেমে জয় দিল্লির। টানা দ্বিতীয় ম্যাচও জিতল ক্যাপিটালস। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
মরসুমের শুরু থেকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। এক ম্যাচে ৪৮ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। এ দিন ফিরলেন ৪৯ রানে। দুটি অর্ধশতরান হাতছাড়া মায়াঙ্কের।
দুর্দান্ত ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার। এ দিনও দারুণ শুরু করেন। যদিও বড় ইনিংস এল না। দিল্লির তৃতীয় উইকেট হিসেবে আউট ডেভিড ওয়ার্নার। ওয়াশিংটনের বোলিংয়ে সুন্দর ক্যাচ গ্লেন ফিলিপসের। এক বলের ব্যবধানে সরফরাজ খানকেও ফেরালেন ওয়াশিংটন সুন্দর।
টি নটরাজন তুলে নিলেন মিচেল মার্শের উইকেট। দ্বিতীয় ধাক্কা খেল দিল্লি।
দিল্লির ওপেনিং জুটি জমল না। টানা দ্বিতীয় ম্য়াচে ব্য়র্থ ফিল সল্ট। ভুবির সুইংয়ে গোল্ডেন ডাক।
সানরাইজার্স হায়দরাবাদ : হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক
সাবস্টিটিউট- নীতীশ রেড্ডি, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগর, রাহুল ত্রিপাঠী।
দিল্লি ক্য়াপিটালস : ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, সরফরাজ খান, মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, অমন খান, রিপল প্যাটেল, অনরিখ নর্ৎজে, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা
সাবস্টিটিউট-মুকেশ কুমার, ললিত যাদব, প্রবীণ দুবে, চেতন সাকারিয়া, যশ ধূল
এ বারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই দেখা গিয়েছে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়কেরা। হায়দরাবাদে টস জিতে ব্যাটিং নিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
দীর্ঘ সময় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর কাছে হায়দরাবাদ ঘরের মাঠ। গ্যালারিতে ওয়ার্নারের জন্যও সমর্থন থাকবে, বলাই যায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবলের তলানিতে সানরাইজার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস রয়েছে একে বারে শেষে। লাস্ট বয়ের লড়াই। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।