KKR, IPL 2023 : ‘হোম অ্যাডভান্টেজ’, ক্যাপ্টেনকে ডিফেন্ড করতে গিয়ে উল্টো কাঠগড়ায় দাঁড় করালেন কোচ!

Kolkata Knight Riders vs Lucknow Super Giants : ‘আমার কাছে এটাই সহজ বিষয়। পিচ তো পরিবর্তন হবেই। ওয়াংখেড়েতেও হয়েছে। পিচ নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না।’

KKR, IPL 2023 : ‘হোম অ্যাডভান্টেজ’, ক্যাপ্টেনকে ডিফেন্ড করতে গিয়ে উল্টো কাঠগড়ায় দাঁড় করালেন কোচ!
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 10:47 PM

দীপঙ্কর ঘোষাল : জিতলেও প্লে-অফ নিশ্চিত হবে তা নয়। বড় ব্যবধানে জিতলে আপাতত টিকে থাকবে। হারলে কোনও অঙ্কই নেই। কলকাতা নাইট রাইডার্সের কাছে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচ, এ বারের টুর্নামেন্টেরও শেষ হতে পারে। জিতলেও নাইটদের কাছে সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতার পর ইডেন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ঘরের মাঠে বেশ কিছু ম্যাচে হার। সেই প্রসঙ্গ টেনেই নীতীশ রানা বলেছিলেন, ‘প্রতিটা দলই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, শুধুমাত্র কেকেআর বাদ দিয়ে।’ নিজেদের পারফরম্যান্সে কোথায় খামতি ছিল তা অবশ্য কমই শোনা গিয়েছে নীতীশের গলায়। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। নীতীশকে আড়াল করতে গিয়ে উল্টে যেন কাঠগড়ায় দাঁড় করালেন। কী বললেন তিনি? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শনিবারের ম্যাচে কী লক্ষ্য কী থাকবে কেকেআরের? চন্দ্রকান্ত পণ্ডিতের কথায়, ‘প্রতিটা দলই প্লে-অফের জন্যই খেলছে। তবে আমরা পয়েন্ট টেবল দেখছি না। শুধুমাত্র অন্য একটা ম্যাচ হিসেবে দেখছি। এবং এই ম্যাচটা বড় ব্যবধানে জিতে টিকে থাকতে চাই। তারপর যা হবে আমাদের হাতে নেই।’

উঠে এল নীতীশ রানার সেই মন্তব্যের প্রসঙ্গও। ইডেনে হোম অ্যাডভান্টেজ প্রসঙ্গে যে মূলত পিচ নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নীতীশ, এ বিষয়ে ধোঁয়াশা নেই। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁকে আড়াল করতে চাইলেন। যদিও তাঁর মন্তব্য উল্টে নীতীশের দাবিকেই খণ্ডন করছে। কেকেআর কোচ বলছেন, ‘ঘরের মাঠে যখন খেলব, আমরা জিততে চাইব। হোম অ্যাডভান্টেজ বলতে আমি সেটাই বুঝি। আমরা যে ম্যাচগুলো জিততে পারতাম, পারিনি। আমাদের হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল, আমরা নিতে পারিনি। আমার কাছে এটাই সহজ বিষয়। পিচ তো পরিবর্তন হবেই। ওয়াংখেড়েতেও হয়েছে। পিচ নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না।’