IPL 2024 schedule: আইপিলের পূর্ণ সূচি প্রকাশ্যে, ২৬ মে চেন্নাইয়ে ফাইনাল

IPL 2024 full schedule released: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে। প্রথম কোয়ালিফায়ার ২১ মে ও এলিমিনেটর ২২ মে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে সবে পাঁচটি ম্যাচ হয়েছে। আজ ষষ্ঠ ম্যাচ। ঘরের মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

IPL 2024 schedule: আইপিলের পূর্ণ সূচি প্রকাশ্যে, ২৬ মে চেন্নাইয়ে ফাইনাল
Image Credit source: IPL

Mar 25, 2024 | 6:51 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণ সূচি প্রকাশিত হল। দেশে সাধারণ নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছিল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই অপেক্ষা ছিল আইপিএলের বাকি সূচিও প্রকাশের। অবশেষে তা প্রকাশিত হল। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে আইপিএল ফাইনালও হবে চেন্নাইতেই। শুধু তাই নয়, চেন্নাইতেই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেটি ২৪ মে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে। প্রথম কোয়ালিফায়ার ২১ মে ও এলিমিনেটর ২২ মে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে সবে পাঁচটি ম্যাচ হয়েছে। আজ ষষ্ঠ ম্যাচ। ঘরের মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ বারের চ্যাম্পিয়ন সিএসকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

গত মরসুমের আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি হয়েছিল আমেদাবাদে। ফাইনালেও উঠেছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসই। ফাইনালও হয়েছিল আমেদাবাদে। এ বার চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হবে চেন্নাইতেই। এ বার ফাইনালে কি চেন্নাই বনাম বেঙ্গালুরু হতে পারে? আরসিবি সমর্থকরা এমনটাই চাইবেন। এতদিন ‘এ সালা কাপ নামদে’ বলে আসছিলেন আরসিবি সমর্থকরা, ট্রফি জিতে স্মৃতি মান্ধানাদের মতো বিরাটরাও বলতে চান, ‘এ সালা কাপ নামদু’।