Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 Auction: নিলামের তালিকা প্রকাশ্যে, ট্রেডিংয়ে আজ কোন চমক দেখা যেতে পারে?

IPL 2024 Trade Window: কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বড় সমস্যা ওপেনিং। গত সংস্করণে আরও ভালো ভাবে সেই অভাব দেখা গিয়েছে। অহরহ কম্বিনেশন বদলেছিল কেকেআর। এ মরসুমে কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। শোনা গিয়েছিল মায়াঙ্ক আগরওয়ালকে নিতে পারে কেকেআর। ওপেনিং সমস্যা মেটাতে এই প্লেয়ারকে নিতে পারে। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে মায়াঙ্ক। তাঁকে অবশ্য রিটেন করেছে সানরাইজার্স হায়দরবাদ।

IPL 2024 Auction: নিলামের তালিকা প্রকাশ্যে, ট্রেডিংয়ে আজ কোন চমক দেখা যেতে পারে?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 8:45 AM

কলকাতা: আগামী আইপিএলের জন্য রিটেনশন লিস্ট আগেই প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তারপরই অবশ্য বড় ধামাকা দেখা গিয়েছিল। গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। অল ক্যাশ ডিল-এ তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিককে নিতে ক্যামেরন গ্রিনকে আরসিবিতে ট্রেড করে মুম্বই। যা নিয়ে প্রবল জলঘোলাও হয়েছিল। তার একটা কারণ, রিটেনশন লিস্টের আগে কেন হার্দিক দল বদল করলেন না! দ্বিতীয়ত, গুজরাট তাঁকে অধিনায়ক করেই পরিকল্পনা গড়ছিল। এটিই একমাত্র ট্রেডিং নয়। রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগে আরও বেশ কয়েকজন প্লেয়ারের দল বদল হয়েছে। আজ কি কোনও চমক থাকতে পারে? বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

আইপিএলের নিয়ম অনুযায়ী নিলামের এক সপ্তাহ আগে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়। ২০২৪ আইপিএলের নিলাম হবে ১৯ ডিসেম্বর। দেশ বিদেশের ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে ১৯ ডিসেম্বর। এর মধ্যে আইসিসি সহযোগী দেশের দুই ক্রিকেটার পল ভ্যান মিকরন ও নামিবিয়ার ডেভিড উইজেও রয়েছেন। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন উইজে। পারফরম্যান্সে খুব একটা ভরসা দিতে পারেননি। নিয়ম অনুযায়ী ট্রেডিংয়ের উইন্ডো বন্ধ হচ্ছে ১২ ডিসেম্বর অর্থাৎ আজ। নিলামের পর দিন ফের খুলবে ট্রেডিং উইন্ডো।

প্রোটিয়া কিপার-ব্যাটার কুইন্টন ডি কককে রিটেন করেছে লখনউ সুপার জায়ান্টস। তাঁকে নিয়ে অবশ্য় জল্পনাও চলছে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিতে চাইছে এমনটাই সূত্রের খবর। নিয়ম অনুযায়ী এখনও তাঁকে নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের কাছে। সেটা হলে অল ক্য়াশ ডিলেরই সম্ভাবনা বেশি। তবে আজ সেই ডিল না হলে সম্ভাবনা কার্যত সম্ভাবনাই থেকে যাবে। নিলামে দল গুছিয়ে নেওয়ার পর আর ট্রেডিংয়ে তাঁকে নেওয়ার মতো টাকা পার্সে নাও থাকতে পারে।

কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বড় সমস্য়া ওপেনিং। গত সংস্করণে আরও ভালো ভাবে সেই অভাব দেখা গিয়েছে। অহরহ কম্বিনেশন বদলেছিল কেকেআর। এ মরসুমে কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। শোনা গিয়েছিল মায়াঙ্ক আগরওয়ালকে নিতে পারে কেকেআর। ওপেনিং সমস্যা মেটাতে এই প্লেয়ারকে নিতে পারে। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে মায়াঙ্ক। তাঁকে অবশ্য রিটেন করেছে সানরাইজার্স হায়দরবাদ। তবে ওই যে, নিয়ম অনুযায়ী আজ অবধি তাঁকে নেওয়ার সুযোগ রয়েছে। এর জন্য অবশ্য সানরাইজার্স হায়দরাবাদকেও রাজি করাতে হবে। নিলামের আগে ট্রেডিং উইন্ডোর শেষ দিনে কোনও চমক দেখা যেতেই পারে!