কলকাতা: আইপিএলের নিলাম (IPL Auction) মানেই যেন হইহই কাণ্ড, রইরই ব্যাপার। পঁচিশের আইপিএলের মেগা নিলামের রাশ থাকবে কার হাতে? গত বারের আইপিএল নিলামে হাতুড়ি হাতে দেখা যায়নি জনপ্রিয় অকশনার হিউ এডমেডাসকে। তাঁর জায়গায় নিলামের মঞ্চে দ্যুতি ছড়িয়ে নজর কেড়েছিলেন মল্লিকা সাগর। নিলাম দুনিয়ায় বেশ পরিচিত নাম মল্লিকা। গত বছর আইপিএলের মিনি নিলামের আগে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও তাঁকে অকশনারের দায়িত্বে দেখা গিয়েছিল। এ বারও কি মল্লিকার সুরক্ষিত হাতেই বোর্ড সপে দিচ্ছে মেগা নিলামের দায়ভার?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিক থেকে ২০১৮ সাল পর্যন্ত রিচার্ড ম্যাডলেকে নিলামকারীর ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর হিউ এডমেডাস আইপিএল নিলাম করেছেন। ২০২২ সালে বেঙ্গালুরুতে হওয়া আইপিএলের নিলামের মাঝপথে অসুস্থ হয়ে পড়েছিলেন হিউ এডমেডাস। সে বার বাকি নিলাম সম্পূর্ণ করেছিলেন চারু শর্মা। গত বার সফল ভাবে নিলাম পরিচালনা করে মল্লিকা সাগর ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। শোনা গিয়েছে, সৌদি আরবের জেড্ডায় দুই দিন ব্যাপী যে নিলাম হবে, সেখানেও অকশনার হিসেবে মল্লিকাকেই দেখা যেতে পারে।
সুন্দরী মল্লিকা সাগর মুম্বইয়ের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট। একইসঙ্গে মল্লিকা চাকরি করেন আর্ট ইন্ডিয়া কনসালট্যান্টস ফার্মে। অতীতে ছবি বিক্রির নিলামে বেশ কয়েকবার কাজ করেছেন মল্লিকা। আইপিএল, উইমেন্স প্রিমিয়াক লিগের নিলাম ছাড়া ২০২১ সালের প্রো কবাডি লিগের নিলামের কাজ করেছেন মল্লিকা সাগর। ২০০১ সাল থেকে Christie’s নামের এক জনপ্রিয় নিলাম ঘরের হয়ে কাজ শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে নিলাম জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন মল্লিকা।