
আইপিএলের প্রত্যাবর্তনে চিন্নাস্বামী স্টেডিয়ামে নামার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচই শুরু করা যায়নি। পয়েন্ট ভাগাভাগিতে প্লে-অফের যাবতীয় অঙ্ক শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুখোমুখি হতে চলেছে গত বারের দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ম্যাচ দিয়েই এ বারের আইপিএলে সফর শেষ করবে সানরাইজার্স ও নাইট রাইডার্স। এই ম্যাচের আগে রোভম্যান পাওয়েলের পরিবর্ত হিসেবে শিবম শুক্লাকে সই করিয়েছে কেকেআর। শেষটা অন্তত দুর্দান্ত করাই লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন SRH vs KKR আইপিএলের এর প্রত্যাবর্তন ম্যাচ।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কবে হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি (২৫ মে) আগামিকাল, রবিবার হবে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি সানরাইজার্সের হোম ম্যাচ। তবে ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে সন্ধে ৭ টায়।
কোথায় দেখা যাবে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটির লাইভ ব্রডকাস্ট (Live streaming) টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওহটস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও বাংলায় ম্যাচের লাইভ আপডেট পাবেন TV9 Bangla-র লাইভ ব্লগে।