কলকাতা: যা রটে, কিছু তো ঘটে। যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে পরিস্থিতিটা এমনই। যশস্বী জয়সওয়াল একটা সময় ছিলেন শ্রেফ অনূর্ধ্ব ১৯ স্টার। এরপর হয়ে ওঠেন আইপিএল স্টার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে বিধ্বংসী ফর্মে ছিলেন এই তরুণ ব্যাটার। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েন। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। মাঠের বাইরেও কি এমন ঝোড়া ইনিংস খেলছেন যশস্বী! জল্পনা তুঙ্গে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইপিএলের গত সংস্করণের পরই যশস্বীর উত্থান তাঁর ঝোড়ো হাফসেঞ্চুরির মতোই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে ভারতের প্রথম সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজে। সেই সফরে টি-টোয়েন্টি ক্রিকেট এবং টেস্ট অভিষেক হয় যশস্বীর। বাঁ হাতি ওপেনারে মুগ্ধ হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর ফিরে তাকাতে হয়নি। টেস্ট অভিষেকেই ড্যাডি সেঞ্চুরির ইনিংস। টি-টোয়েন্টি অভিষেকে রান না পেলেও দ্রুতই বিধ্বংসী সব ইনিংস খেলতে শুরু করেন।
হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ। হায়দরাবাদে প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন যশস্বী। এর মধ্যেই একটা ছবি এবং কিছু ক্লিপিংস ভাইরাল। গ্যালারিতে এক বিদেশিনী। ভারতের জার্সিতে! জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখালেই কি যশস্বীর চোখ চলে যাচ্ছে স্ক্রিনে! এমন দৃশ্য স্বাভাবিকও হতে পারে। কিন্তু ইনস্টাগ্রামে যে সেই বিদেশিনী ম্যাডি হ্যামিল্টনকে ফলো করছেন যশস্বী!
সেটা থেকেই দুইয়ে দুইয়ে চার-এর ট্রেন্ডিং। ইনিই কি যশস্বীর বিশেষ বান্ধবী! হতেও পারে। ভারতের জার্সি পরে গ্যালারিতে। ওই যে শুরুতেই বলা হয়েছে, যা রটে, তার কিছুটা তো অন্তত ঘটে। মাঠের বাইরেও কি তাহলে ‘জ্যাজবল’ চলছে! নেটদুনিয়া কিন্তু এই গুঞ্জনে উত্তাল। যশস্বী অবশ্য ব্যক্তিগত লাইফ গোপনই রেখেছেন। তবে ওই যে রবি ঠাকুর লিখে গিয়েছিলেন, ‘গোপন কথাটি রবে না গোপনে’!