IND vs ENG: গিলে খেলেন গিলকে, লালা অমরনাথকে টপকে ভারতের মাটিতে ‘অমর’ জিমি!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 03, 2024 | 12:03 AM

India vs England 2nd Test: ভারতের মাটিতে ৩৫টা উইকেট তুলে নিলেন অ্যান্ডারসন। বয়স যতই বাড়ুক, ঝাঁঝ যেন বাড়ছে। গিলকে টোপ দিয়ে তুললেন। বিশাখাপত্তনমের পিচে সকালের দিকে খানিকটা হলেও প্রাণ ছিল। বল সুইংও হচ্ছিল। সামনের পায়ে স্ট্রোক নিতে বাধ্য করলেন তাঁকে। জিমির ফাঁদে পা দিলেন শুভমনও। প্রথম দিন ১৭ ওভার বল করে ৩ মেডেন সহ ৩০ রান দিয়ে নিয়েছেন ওই একটিই উইকেট। শনি-সকালে জিমিকে সামলানো কিন্তু সহজ হবে না।

IND vs ENG: গিলে খেলেন গিলকে, লালা অমরনাথকে টপকে ভারতের মাটিতে অমর জিমি!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বয়স শুধুই সংখ্যা। কেউ কেউ পারেন এই সংখ্যা তত্ত্ব টপকে যেতে। সপ্তাহ খানেক আগে যেমন পেরেছেন রোহন বোপান্না। ৪৩ বছরে এসে জিতেছেন ছেলেদের ডাবলসে প্রথম গ্র্যান্ড স্লাম। অস্ট্রেলিয়ান ওপেন জেতা বোপান্নার বয়সী আর একজন মাতাচ্ছেন ক্রিকেট মাঠ। তিনি অবশ্য বোপান্নার থেকে বছর দেড়েকের ছোট। ৪২ ছুঁই ছুঁই জেমস অ্যান্ডারসন এখনও সুপারহিট। কেরিয়ারে ১৮৪তম টেস্ট খেলছেন। ঝুলিতে ৬৯১ উইকেট। আর মাত্র ৯ উইকেট চাই তাঁর, মুথাইয়া মুরলিথরন, শেন ওয়ার্নের ৭০০ ক্লাবে নাম লেখাতে। মার্ক উডের পরিবর্ত হিসেবে নেমে জিমি প্রমাণ করে দিলেন, আজও টেস্ট ক্রিকেটে প্রাসঙ্গিক তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক সময় সচিন তেন্ডুলকর বারবার ধরা দিতেন তাঁর কাছে। বিরাট কোহলিও তাই। দুটো প্রজন্ম পেরিয়েও ধারালো থেকে গিয়েছেন অ্যান্ডারসন। সচিনকে ৯বার, বিরাটকে ৭বার আউট করেছেন। এবারও শুভমনের উইকেট নিলেন জিমি। গিলকে সব মিলিয়ে আউট করলেন সব মিলিয়ে ৫বার। সেই জিমি ভারতের মাটিতে ‘অমর’ থেকে গেলেন। এ দেশে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলে। ভেঙে দিলেন লালা অমরনাথের ৭২ বছরের রেকর্ড। ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪১ বছর ৯২ দিনে খেলেছিলেন টেস্ট ম্যাচ। অ্যান্ডারসনের বয়স ৪১ বছর ১৮৭ দিন। সেরা পাঁচের তালিকায় এক বাঙালিও আছেন। ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ বছর ১২৪ দিনে টেস্ট খেলেছিলেন সুটে বন্দ্যোপাধ্যায়।

ভারতের মাটিতে ৩৫টা উইকেট তুলে নিলেন অ্যান্ডারসন। বয়স যতই বাড়ুক, ঝাঁঝ যেন বাড়ছে। গিলকে টোপ দিয়ে তুললেন। বিশাখাপত্তনমের পিচে সকালের দিকে খানিকটা হলেও প্রাণ ছিল। বল সুইংও হচ্ছিল। সামনের পায়ে স্ট্রোক নিতে বাধ্য করলেন তাঁকে। জিমির ফাঁদে পা দিলেন শুভমনও। প্রথম দিন ১৭ ওভার বল করে ৩ মেডেন সহ ৩০ রান দিয়ে নিয়েছেন ওই একটিই উইকেট। শনি-সকালে জিমিকে সামলানো কিন্তু সহজ হবে না।

Next Article