কলকাতা: ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে ইংল্যান্ড। বিশাখাপত্তনম টেস্টে এখনও কাউকেই অ্যাডভান্টেজ ধরা যায় না। দু-দলই এখান থেকে জিততে পারে। পাল্লা ভারী ভারতের। চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ নয়। চতুর্থ দিন পিচ থেকে স্পিনাররা আরও বেশি সুবিধা পাবেন। ভারতের চাই ৯ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৩২ রান। তার উপর জো রুট ব্যাট করতে নামতে পারবেন কী না, নিশ্চিত নয়। কী বলছেন জিমি অ্যান্ডারসন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনম টেস্টের তৃতীয় দিন স্লিপে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট লাগে জো রুটের। দ্রুতই মাঠ ছাড়েন। আর নামেননি। ইংল্যান্ড টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, রুট মাঠে নেই, কখন ফিরতে পারবেন এখনই বলা যাবে না। ভারতের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে এই চোট লাগে। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন জানান, ঝুঁকি এড়াতেই আর ফিল্ডিংয়ে নামানো হয়নি রুটকে।
এই সিরিজে এখনও অবধি জ্বলে ওঠেননি রুট। তবে তাঁর মতো ক্লাস ব্যাটার যে কোনও সময়ই ফ্যাক্টর। তবে রুটের আঙুলের চোট খুব বেশি গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। অ্যান্ডারসন বলছেন, ‘দিনের খেলা শুরু আগেও এক বার চোট লেগেছিল ওর। তারপর ম্যাচেও। তবে আমার মনে হয় না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ রয়েছে। আশা করছি, কাল সব ঠিকই থাকবে। ব্যাট হাতে ওকে প্রয়োজন। ও ঠিকঠাক ব্যাট ধরতে পারবে কিনা, তার উপর নির্ভর করছে।’
এই সিরিজে তিন ইনিংসে রুটের রান যথাক্রমে ২৯, ২ এবং ৫। তবে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রুট। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রুটেরও। ইংল্যান্ডের যা রান প্রয়োজন এবং চতুর্থ ইনিংসে রুটকে প্রয়োজন বলাই যায়। তবে তিনি ব্যাট হাতে নামতে পারবেনই, এই নিশ্চয়তা দিতে পারলেন না জিমি অ্যান্ডারসন।