Adithya Ashok: লক্ষ্য CSK-তে খেলা, নিউজিল্যান্ড স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত আদিত্য
New Zealand squad: আদিত্য অশোকের পরিবার যখন নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে যায়, তখন তাঁর বয়স মাত্র ৪ বছর। তাঁর জন্ম তামিলনাডুর ভেলোরে।
দীর্ঘ সময় পর নিউজিল্যান্ড স্কোয়াডে ফিরলেন কাইল জেমিসন। গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারেননি জেমিসন। আরব আমির শাহি এবং ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডে। স্কোয়াডে নতুন দুই মুখ ডিন ফক্সক্রফ্ট এবং ভারতীয় বংশোদ্ভূত আদিত্য অশোক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আদিত্য অশোকের পরিবার যখন নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে যায়, তখন তাঁর বয়স মাত্র ৪ বছর। তাঁর জন্ম তামিলনাডুর ভেলোরে। যদিও ৪ বছর বয়স থেকে অকল্যান্ডই তাঁর ঠিকানা। ২০২০ সালে নিউজিল্যান্ডের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন। আদিত্য অশোকের ভবিষ্যৎ স্বপ্ন, চেন্নাই সুপার কিংস জার্সিতে খেলবেন। তাঁর জন্ম যেতে তামিলনাডুতে, ফলে সেই শহরের টিমে খেলার স্বপ্নই স্বাভাবিক। আদিত্য অশোকের বাবা একটা সময় ক্রিকেট খেলতেন। পরে অন্য পেশা বেছে নেন। তিনি রেডিওগ্রাফার। আদিত্যর মা নার্স। বাড়ির বাগানেই ক্রিকেটে হাতে খড়ি। এরপর থেকে ক্রিকেটই ধ্যান জ্ঞান।
মাত্র ২০ বছর বয়সি লেগ স্পিনার আদিত্য অশোক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছিলেন। ঈশ সোধির পরবর্তী লেগ স্পিনারের খোঁজে তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানান নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। প্রথম শ্রেনির ক্রিকেটে এখনও অবধি পাঁচ ম্যাচ খেলেছেন আদিত্য। নিয়েছেন ২০টি উইকেট। ১৫টি লিস্ট এ (ওয়ান ডে ফরম্যাট) ম্যাচে ২১ উইকেট এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২১ উইকেট নিয়েছেন আদিত্য। টি-টোয়েন্টিতে সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কোলচেস্টারের হয়ে খেলছেন আদিত্য।