Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বুমরা সে ভাবে…’, সেঞ্চুরিয়নে হারের কারণ জানালেন রোহিত শর্মা

IND vs SA, 1st Test Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন মহম্মদ সামি। যদিও স্কোয়াড ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল, সামির থাকা নির্ভর করবে ফিটনেসের ওপর। টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সামি। ব্যাটিং বিভাগ সাফল্য পেলে কিংবা মহম্মদ সামি বোলিং আক্রমণে থাকলে? জসপ্রীত বুমরা অনবদ্য পারফর্ম করেন। কিন্তু বোলিংয়ে তাঁর সঙ্গীরা? মহম্মদ সিরাজ কিংবা শার্দূল ঠাকুর কেউই সেই অর্থে সঙ্গ দিতে পারেননি।

'বুমরা সে ভাবে...', সেঞ্চুরিয়নে হারের কারণ জানালেন রোহিত শর্মা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 29, 2023 | 6:15 AM

কলকাতা: কী হলে কী হত! এখন আলোচনায় সেটাই। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হার। রোহিত শর্মা ইতিহাস গড়তে চেয়েছিলেন। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি। অধিনায়ক রোহিত শর্মার নজর ছিল সেই ইতিহাসেই। যদিও বক্সিং ডে টেস্টে ইনিংস ও ৩২ রানে হার। নেতৃত্ব হোক বা ব্যাটিং, দুই ভূমিকাতেই ফ্লপ রোহিত শর্মা। প্রথম ইনিংসে ভারতীয় টপ অর্ডার ফ্লপ। মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার সেট হয়েও আউট। ছ’নম্বরে নেমে লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে একলা লড়াই বিরাট কোহলির। হারের ব্যাখ্যায় অধিনায়ক রোহিত শর্মা যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন মহম্মদ সামি। যদিও স্কোয়াড ঘোষণার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল, সামির থাকা নির্ভর করবে ফিটনেসের ওপর। টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সামি। ব্যাটিং বিভাগ সাফল্য পেলে কিংবা মহম্মদ সামি বোলিং আক্রমণে থাকলে? জসপ্রীত বুমরা অনবদ্য পারফর্ম করেন। কিন্তু বোলিংয়ে তাঁর সঙ্গীরা? মহম্মদ সিরাজ কিংবা শার্দূল ঠাকুর কেউই সেই অর্থে সঙ্গ দিতে পারেননি। আর অভিষেককারী প্রসিধ কৃষ্ণাও ছাপ ফেলতে ব্যর্থ।

সেঞ্চুরিয়ন টেস্টে হারের কারণ হিসেবে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই পিচ ৪০০ রান করার মতো ছিল না। আমরা প্রচুর রান দিয়েছি। শুধুমাত্র একজন বোলারের ওপর নির্ভর করে খেলা যায় না। বাকি তিন পেসারকেও নিজেদের ভূমিকা পালন করতে হবে। দক্ষিণ আফ্রিকার বোলার দেখে আমাদের শেখার প্রয়োজন রয়েছে।’ বুমরা চেষ্টা করলেও তাঁর একার পক্ষে প্রতিপক্ষ শিবিরে চাপ তৈরি করা সম্ভব হত না, স্বীকার করে নিলেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল মুকেশ কুমার। আহামরি না হলেও সীমিত সুযোগে নজর কেড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুকেশ স্কোয়াডে রয়েছেন। যদিও সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হয় প্রসিধ কৃষ্ণার। মুকেশের চেয়ে উচ্চতা বেশি বলেই কি? বুমরাকে প্রশংসায় ভরিয়ে রোহিত শর্মা আরও বলেন, ‘বুমরার দক্ষতা সকলেরই জানা। বাকিদের থেকেও একইরকম সহযোগিতা চাইছিল। সকলেই চেষ্টা করেছে। এই ধরনের ম্যাচ থেকে অনেক কিছু শেখা যায়।’ প্রসিধ কৃষ্ণা প্রসঙ্গে যোগ করলেন, ‘ওর দক্ষতা রয়েছে। তবে অভিজ্ঞতা নেই। আগামীতে পারফর্ম করবে।’

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'