Jasprit Bumrah: রিহ্যাব পর্বে মাথার মধ্যে কী চলত? জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে জানালেন জসপ্রীত বুমরা
২০২২ সালের সেপ্টেম্বরে শেষ বার ভারতের জার্সিতে খেলেছিলেন জসপ্রীত বুমরা। তারপর পিঠের চোট তাঁকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়।
ডাবলিন: দীর্ঘ ১১ মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে ২২ গজে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এত দিন মাঠের বাইরে থাকাটা বুমরার জয়ের খিদে আরও বাড়িয়ে দিয়েছে। এশিয়া কাপের আগে আয়ার্ল্যান্ডের (IND vs IRE) বিরুদ্ধে জাতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে বুমরার। এ বারের এশিয়া কাপ শেষ হলেই সামনে রয়েছে ওডিআই বিশ্বকাপ। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা নজর রাখবেন বুমরা কতটা ম্যাচ ফিট সেদিকে। দীর্ঘ রিহ্যাব পর্ব কাটিয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে চলেছেন বুমরা। রিহ্যাবের সময় তাঁর মাথায় কী চলত? জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে জানালেন জসপ্রীত বুমরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে ফিরতে পারার অনুভূতি নিয়ে প্রেস কনফারেন্সে জসপ্রীত বুমরা বলেন, ‘জাতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। এনসিএতে প্রচুর পরিশ্রম করেছি। একটা দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। আমি সব সময় নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখেছি। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরাটা সহজ নয়। আমি রিহ্যাবের সময় কোনও টি-২০ ম্যাচের জন্য নিজেকে তৈরি করিনি। বরং আমি বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করেছি।’ বুমরা আরও বলেন, ‘আমি নেটে ১০, ১২ ও ১৫ ওভার বোলিং করেছি। এমনটা করলে কম বোলিং করাটা সহজ হয়ে যায়। আমাদের মাথায় রাখতে হয় আমরা ওয়ান ডে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনও চার ওভারের টুর্নামেন্ট নয়। ওডিআই বিশ্বকাপের আগে আমাদের কোনও টেস্ট ম্যাচ নেই। তাই রিহ্যাবের সময় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটাই শ্রেয় মনে করেছি।’
ভারতীয় পেসার বুমরা পরিষ্কার জানিয়েছেন, অন্যদের মতামত তাঁর উপর কোনও প্রভাব ফেলে না। তাঁর কথায়, ‘অন্যদের মতামত আমি সিরিয়াসলি নিই না। ভালো হোক বা খারাপ সকলের মতামত মিলতে পারে না। তাই এই নিয়ে আমি কোনও চাপ নিই না। দীর্ঘদিন পর আমি দলে ফেরায় অনেকের নানা প্রত্যাশা রয়েছে। কিন্তু আমি সে সব নিয়ে ভাবছি না। বরং আমি খেলাটা উপভোগ করতে চাই। কারণ, আমি খেলতে ভালোবাসি। বাকিরা কে কী প্রত্যাশা করল, সেটা আমার দেখার কাজ নয়। আমার লক্ষ্য একটাই ভালো পারফর্ম করা। আমি সেটাই চেষ্টা করছি। নেটে ভালো অনুশীলনও করেছি আমি।’ আগামী কালই ভারতীয় দলকে আইরিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। এ বার দেখার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বুমরার আগুনে বোলিংয়ের ছাপ কতটা দেখা যায়।