Jay Shah: আইসিসির চার্জ এ বার জয় শাহর হাতে, চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা
ICC New Chairman: বিশ্ব ক্রিকেটে জয় শাহ নতুন অধ্যায় শুরু করলেন। আজ, রবিবার থেকেই আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব পুরোপুরি তাঁর।
কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১ ডিসেম্বর। আইসিসির মসনদে বসলেন জয় শাহ (Jay Shah)। বিশ্ব ক্রিকেটে জয় নতুন অধ্যায় শুরু করলেন। আজ, রবিবার থেকেই আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব পুরোপুরি তাঁর। তিনি আজ থেকে ভারতের প্রাক্তন বোর্ড সচিব। আইসিসির দায়িত্ব নিয়েই জয় জানিয়ে দিলেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে সংযুক্ত করা, সারা বিশ্বে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
ক্রিকেট প্রশাসক হিসেবে জয় শাহর সফরটা অনেকটাই লম্বা। তিনি ২০০৯ সালে এই ক্ষেত্রে কাজ শুরু করেন। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে তিনি বিসিসিআইয়ের সেক্রেটারির দায়িত্বে আসেন। সবচেয়ে তরুণ হিসেবে এই ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। বিসিসিআইয়ের সচিব থাকাকালীন বোর্ডের একাধিক আর্থিক উন্নতির নেপথ্যে জয়ের অবদান দেখা গিয়েছে। আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড টাকায় বিক্রি থেকে শুরু করে উইমেন্স প্রিমিয়ার লিগকে বাস্তবায়িত করা, টেস্ট ক্রিকেট ইনসেনটিভ এবং অন্য নানা কাজে জয়ের হাত রয়েছে। এর মাঝে ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয়।
আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব পেয়ে আমি আপ্লুত। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আইসিসি ডিরেক্টর ও বোর্ডের সদস্যদের আমি ধন্যবাদ জানাতে চাই।’ আইসিসির চেয়ারে বসার পর জয়ের পরিষ্কার বার্তা, বিশ্বব্যপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে। একাধিক ফর্ম্যাটে মহিলাদের ক্রিকেটের উন্নতি নিয়ে আরও আলোচনা হবে।
এই খবরটিও পড়ুন
সদ্য প্রাক্তন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেও ধন্যবাদ জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘গত চার বছর ধরে যে ভাবে লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে, তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। এই সময়ে তিনি একাধিক মাইলস্টোন স্পর্শ করেছেন। আমি আইসিসি টিমের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বমঞ্চে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোই আমাদের লক্ষ্য।’