Rising Star Asia Cup 2025: জীতেশের নেতৃত্বে যুব এশিয়া কাপে খেলবে ভারত, শিকে ছিঁড়েছে বৈভবেরও

রাইজিং স্টার এশিয়া কাপে ওপেনিংয়ে হয়তো দেখা যাবে বৈভবকে। সঙ্গী হিসেবে তিনি পাবেন পঞ্জাব কিংসের হয়ে খেলা প্রিয়াংশ আর্য। ক্যাপ্টেন জীতেশ কিপিং করেন। ফলে অভিষেক পোড়েল দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন।

Rising Star Asia Cup 2025: জীতেশের নেতৃত্বে যুব এশিয়া কাপে খেলবে ভারত, শিকে ছিঁড়েছে বৈভবেরও
জীতেশের নেতৃত্বে যুব এশিয়া কাপে খেলবে ভারত, শিকে ছিঁড়েছে বৈভবেরওImage Credit source: PTI

Nov 04, 2025 | 1:57 PM

কলকাতা: কাপ নিয়ে বিতর্ক থেকে গিয়েছে এক এশিয়া কাপে। তার মধ্যেই আরও এক এশিয়া কাপ। যুব এশিয়া কাপ শুরু হতে চলেছে ১৪ নভেম্বর থেকে। ৮টা দলকে নিয়ে টুর্নামেন্ট। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। অন্য দুই দল ওমান ও আমিরশাহি। এতদিন শোনা যাচ্ছিল যুব এশিয়া কাপে খেলতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এ বার সেটাই সত্যি হতে চলেছে। জীতেশ শর্মার নেতৃত্বে ভারতীয় টিম খেলবে রাইজিং স্টার এশিয়া কাপে (Rising Star Asia Cup 2025)। সেই স্কোয়াডে সুযোগ পেয়েছেন বছর ১৪-র বৈভব।

রাইজিং স্টার এশিয়া কাপে ওপেনিংয়ে হয়তো দেখা যাবে বৈভবকে। সঙ্গী হিসেবে তিনি পাবেন পঞ্জাব কিংসের হয়ে খেলা প্রিয়াংশ আর্য। ক্যাপ্টেন জীতেশ কিপিং করেন। ফলে অভিষেক পোড়েল দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন। এই টিমে অবশ্য জায়গা পাননি আয়ুষ মাহত্রে। গত কয়েক মাস ধরে তিনি ভাল ফর্মেই রয়েছেন। তারপরও সুযোগ পেলেন না।

এক ঝলকে দেখে নিন কোন কোন প্লেয়ার সুযোগ পেলেন যুব এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে —

প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াদেরা, নমন ধীর (সহ-অধিনায়ক), সূর্যাংশ শিডগে, জীতেশ শর্মা (অধিনায়ক, উইকেটকিপার), রমনদীপ সিং, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিং, বিজয় কুমার বিশাখ, যুধবীর সিং চরক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সূয়াশ শর্মা।

স্ট্যান্ড বাই প্লেয়ার —

গুর্নুর সিং ব্রার, কুমার কুশাগ্র, তনুশ কোটিয়ান, সমীর রিজভি, শেখ রশিদ।

যুব এশিয়া কাপে ভারতের সূচি —

  • ভারত এ বনাম সংযুক্ত আরব আমিরশাহি, ১৪ নভেম্বর
  • ভারত এ বনাম পাকিস্তান এ, ১৬ নভেম্বর
  • ভারত এ বনাম ওমান, ১৮ নভেম্বর

এ বারের রাইজিং স্টার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। মোট ১৫টা ম্যাচ। এই টুর্নামেন্টের ফাইনাল ২৩ নভেম্বর।