India vs South Africa: ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, হুঁশিয়ারি দিলেন রাহুল দ্রাবিড়
Rahul Dravid on SA Tour: কাগিসো রাবাডা, মার্কো জানসেনদের মতো পেসারদের সামলানো কঠিন হবে বিরাট-রোহিতদের। ভরপুর বাউন্স, ঘন সবুজ পিচে যে বিপদের গন্ধ থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। দ্রাবিড় নিজের কেরিয়ারেও সামলেছেন চ্যালেঞ্জ। সেই অভিজ্ঞতা থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখছেন ভারতীয় টিমের ব্যাটারদের। মাঠে নামার আগে প্রস্তুতিতে যেমন ফোকাস রাখতে হবে, তেমনই মাঠে নামার পরের ভাবনা হবে অন্য রকম।

কলকাতা: দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন এতদিন অধরাই ছিল। তাও পূরণ করে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এ বার কি প্রোটিয়াদের দেশেও তেমন কিছু দেখা যাবে? দুই টেস্টের সিরিজে নামার আগে স্বপ্ন দেখছে রোহিতবাহিনী। দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ব্যাটারদের। যদি রোহিত, বিরাট, রাহুলরা প্রতিপক্ষ বোলিং সামলে রান করতে পারেন, তা হলে প্রোটিয়াদের বিরুদ্ধে অধরা স্বপ্নও পূরণ করা সম্ভব। সিরিজ শুরুর আগেই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। তেম্বা বাভুমার টিমের বিরুদ্ধে কী পরিকল্পনা থাকছে, ভারতীয় ব্যাটাররা কী ভাবে তৈরি করছেন নিজেদের, তুলে ধরেছেন দ্রাবিড়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
স্টার স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার পিচ ব্যাটসম্যানদের জন্য সব সময় চ্যালেঞ্জের। তথ্যও কিন্তু সেই কথাই বলবে। সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গের মতো জায়গায় ব্যাট করা আরও কঠিন।’ কাগিসো রাবাডা, মার্কো জানসেনদের সামলানো কঠিন হবে বিরাট-রোহিতদের। ভরপুর বাউন্স, ঘন সবুজ পিচে যে বিপদের গন্ধ থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। দ্রাবিড় নিজের কেরিয়ারেও সামলেছেন চ্যালেঞ্জ। সেই অভিজ্ঞতা থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখছেন ভারতীয় টিমের ব্যাটারদের।
দ্রাবিড়ের সোজা বক্তব্য, ‘উইকেটে বাউন্স থাকবে। বল উঠবে যেমন, নামবেও। এই রকম পিচে সফল হতে গেলে সব ব্যাটারদেরই একটা পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এটা বুঝে নিয়ে তৈরি হতে হবে, প্র্যাক্টিস করতে হবে। তা হলে লড়াই করা যাবে। তবে সবাই যে একই রকম ভাবে খেলবে, সেটাও প্রত্যাশা করা যাবে না। তবে পুরো টিম যাতে তৈরি থাকে চ্যালেঞ্জ সামলানোর জন্য, যে পরিকল্পনা তৈরি করা হবে, তা যাতে কার্যকর করা যায়, সে দিকে নজর রাখতে হবে।’
মাঠে নামার আগে প্রস্তুতিতে যেমন ফোকাস রাখতে হবে, তেমনই মাঠে নামার পরের ভাবনা হবে অন্য রকম। দ্রাবিড়ের কথায়, ‘টিম যখন মাঠে নেমে পড়বে, তখন খেলাটা পুরোটাই মানসিক হবে। কে কতটা চাপ সামলাতে পারছে, চাপ নিতে পারছে, তার উপর নির্ভর করবে সব। আমরা সব সময় একটা ব্যাপারে ফোকাস করি। সুযোগ যতটা আসবে, ততটা কাজে লাগানোর মরিয়া চেষ্টা যাতে করতে পারে টিম। যাতে সবাই মিলে টিমকে জেতানোর মতো খেলা খেলতে পারে।’
