Mother’s day 2023: শেষ কবে মাকে ‘আই লাভ ইউ’ বলেছেন? লজ্জায় পড়ে গেলেন আইপিএলের ক্রিকেটাররা

IPL 2023 : আন্তর্জাতিক মাতৃদিবসের দিন রাজস্থান রয়্যালস টিমের পক্ষ থেকে একটি রিলস শেয়ার করা হয়েছে। যেখানে মাতৃদিবস সম্পর্কে ক্রিকেটারদের কাছে একটি প্রশ্ন রাখা হয়। তাতেই ক্লিন বোল্ড জস বাটলার, রিয়ান পরাগরা।

Mother's day 2023: শেষ কবে মাকে 'আই লাভ ইউ' বলেছেন? লজ্জায় পড়ে গেলেন আইপিএলের ক্রিকেটাররা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 4:19 PM

কলকাতা: পার্টনারকে দিনে কতবার ‘আই লাভ ইউ’ বলেন? এমন প্রশ্নের মুখে পড়লে উত্তরটাও চটপট আসে। ফোনে, মেসেজে বা সাক্ষাতে সঙ্গী বা সঙ্গীনিকে ‘তোমায় ভালবাসি’ বলাটা আমাদের অভ্যেস। অথচ জন্মদাত্রী মায়ের বেলায় এই তিনটি শব্দ বলতে গিয়ে আটকে যান অনেকেই। কেউ বলবেন, মাকে ভালোবাসার কথা রোজ বলতে লাগে নাকি। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ক্রিকেটারদের ধারণাও ঠিক একইরকম। দিনে কতবার মাকে ‘আই লাভ ইউ’ বলেন? এই প্রশ্ন শুনে লজ্জায় পড়ে গেলেন রিয়ান পরাগ, জস বাটলাররা। কেউ বললেন, বহুদিন আগে। কেউ স্বীকার করে নিলেন, কোনওদিন মাকে ওই তিনটে শব্দ বলেননি। আন্তর্জাতিক মাতৃদিবসের (Mother’s Day 2023) দিন রাজস্থান রয়্যালস টিমের পক্ষ থেকে একটি রিলস শেয়ার করা হয়েছে। যেখানে মাতৃদিবস সম্পর্কে ক্রিকেটারদের কাছে একটি প্রশ্ন রাখা হয়। তাতেই ক্লিন বোল্ড জস বাটলার, রিয়ান পরাগরা। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

“শুধু আজকের দিনটার জন্য নয়, আমরা মায়েদের কতটা ভালোবাসি তা রোজ বোঝানো উচিত।” এই ক্যাপশন দিয়ে রিলসটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে রিয়ান পরাগ স্বীকার করে নিলেন, “যতটা বলা উচিত ততটা বলা হয় না।” ডান হাতি পেসার কুলদীপ সেন বলেন, “আমার মনে পড়ছে না কোনওদিন বলেছি বলে।” এরপর মাকে ফোন করে তাঁকে বলতে শোনা যায়, “যা বলছি খুব ভালোভাবে শোনো। আই লাভ ইউ।” রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার মনেই করতে পারলেন না শেষ কবে বলেছেন। আইপিএলের জন্য বিগত দেড়মাস ধরে ভারতেই রয়েছেন তিনি। বাটলার বলেছেন, “শেষ কবে বলেছি মনে নেই। তবে বহুদিন আগে এটুকু বলতে পারি। তোমাকে খুব ভালোবাসি মা।”

দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আজ রাজস্থানের বিরুদ্ধে আরসিবির মরণ বাঁচন ম্যাচ। তার আগে বিরাট কোহলি মাতৃ দিবসে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নারীকে। মা সরোজ কোহলি, শাশুড়ি অসীমা শর্মা ও স্ত্রী অনুষ্কা শর্মাকে। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর লিখেছেন, “মায়ের জায়গা অপূরণীয়।”