Wasim Jaffer: ‘ওরা আইপিএল খেলে না বলে…’ অভিমন্যুদের হয়ে সওয়াল প্রাক্তন ওপেনারের

Jun 24, 2023 | 6:04 PM

Abhimanyu Easwaran, India tour of West Indies: আইপিএল খেলে না বলেই কি সুযোগ পেল না? মানে বিষয়টা কি, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড? লাইনে ওদের টপকে ঋতুরাজ কেন?

Wasim Jaffer: ওরা আইপিএল খেলে না বলে... অভিমন্যুদের হয়ে সওয়াল প্রাক্তন ওপেনারের
Image Credit source: twitter

Follow Us

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা হয়েছে গতকাল। ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সফর খেলবে ভারতীয় দল। দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আপাতত টেস্ট এবং ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্টে বেশ কয়েকজন তরুণ মুখ। নিঃসন্দেহে এতে ভারতীয় ক্রিকেটের সামনে এগনোর দিক উঠে আসছে। কিন্তু প্রথম শ্রেনির ক্রিকেটে যাঁরা ধারাবাহিক ভালো পারফর্ম করছে? তেমন কয়েকজন ক্রিকেটারের হয়েই সওয়াল ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সরফরাজ খান, প্রিয়াঙ্ক পাঞ্চালরা প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক। অভিমন্যু ঈশ্বরণ প্রথম শ্রেনিতে ভালো পারফর্ম করছেন। ভারত এ দলের অধিনায়ক। ভারত এ দলের হয়ে বহু সিরিজ খেলেছেন বাংলার ব্যাটার অভিমন্যু। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। গত বছর ভারত এ দলের হয়ে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াডেও জায়গা পান। কিন্তু খেলার সুযোগ হয়নি। প্রিয়াঙ্ক পাঞ্চালও অতীতে টেস্ট দলে কখনও ব্যাক আপ আবার কখনও মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন। কিন্তু খেলার সুযোগ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বী, ঋতুরাজদের সুযোগ পাওয়ায় খুশি হলেও অভিমন্যুদের বাদ দেওয়া নিয়ে অবাক ওয়াসিম জাফর।

ভারতের প্রাক্তন ওপেনার সওয়াল করেছেন, ওরা আইপিএল খেলে না বলেই কী সুযোগ পেল না? ভারতীয় বোর্ডের দল নির্বাচন কমিটির কাছে তাঁর এমনই প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড নিয়ে জাফর লিখেছেন-চারজন ওপেনারের কী প্রয়োজন? তার জায়গায় সরফরাজ খানকে নেওয়া যেত, মিডল অর্ডারে বিকল্প বাড়তো, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন।

সঙ্গে তিনি আরও লিখেছেন-ঈশ্বরণ এবং প্রিয়াঙ্ক পাঞ্চাল রঞ্জি ট্রফি ও ভারত এ দলের হয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছে। দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে ওরা। আইপিএল খেলে না বলেই কি সুযোগ পেল না? মানে বিষয়টা কি, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড? লাইনে ওদের টপকে ঋতুরাজ কেন?

জাফরের আরও বক্তব্য, মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ায় অবাক হলাম। একমাসের মতো বিরতি ছিল। আমার মতে, সামি যে ধরনের বোলার, ও যত বেশি খেলবে, আরও ভালো পারফর্ম করবে।

Next Article