Prakhar Chaturvedi: ফাইনালের মঞ্চে ৪০০! ইতিহাসের পাতায় দ্রাবিড়ের সতীর্থর ‘প্রখর’ ইনিংস

Jan 15, 2024 | 4:52 PM

Cooch Behar Trophy Final: মাল্টি ডে ক্রিকেটে ধৈর্য প্রয়োজন। এর সঙ্গে আগ্রাসন মিশলে কী হতে পারে, তার অনন্য উদাহরণ প্রখর চতুর্বেদীর। কর্ণাটকের এই ব্যাটার কোচবিহার ট্রফির ফাইনালে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেললেন। তাঁর দল থামল ৮৯০-৮ স্কোরে! মুম্বইয়ের ইনিংস শেষ ৩৮০ রানে। ফাইনালে এত বড় রান সামনে থাকলে অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষ টিম আত্মবিশ্বাস হারায়। যদিও কর্ণাটকের ক্ষেত্রে হল উল্টো।

Prakhar Chaturvedi: ফাইনালের মঞ্চে ৪০০! ইতিহাসের পাতায় দ্রাবিড়ের সতীর্থর প্রখর ইনিংস
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

কলকাতা: কোচবিহার ট্রফিতে ইতিহাস তৈরি হল। তাও আবার ফাইনালের মঞ্চে! কর্ণাটক বনাম মুম্বই ফাইনালে নজিরেরও যেন নজির! অনূর্ধ্ব ১৯ এই টুর্নামেন্টে তাক লাগানো ব্যাটিং প্রখর চতুর্বেদীর। মাল্টি ডে ক্রিকেটে ধৈর্য প্রয়োজন। এর সঙ্গে আগ্রাসন মিশলে কী হতে পারে, তার অনন্য উদাহরণ প্রখর চতুর্বেদীর। কর্ণাটকের এই ব্যাটার কোচবিহার ট্রফির ফাইনালে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেললেন। তাঁর দল থামল ৮৯০-৮ স্কোরে! আরও সময় থাকলে যেন দলের হাজার ও প্রখরের ৫০০-রানও হয়ে যেতে পারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বয়সভিত্তিক টুর্নামেন্টে কোনও টিমকে শক্তিশালী দুর্বল বলা যায় না। সকলেই সমান বলাই ভালো। কোচবিহার ট্রফির ফাইনালে মুখোমুখি মুম্বই ও কর্ণাটক। প্রথমে ব্যাট করে মুম্বই। হার্দিক রাজের ৪ উইকেট, রাহুল দ্রাবিড়-পুত্র সমিতের ২ উইকেট। মুম্বইয়ের ইনিংস শেষ ৩৮০ রানে। ফাইনালে এত বড় রান সামনে থাকলে অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষ টিম আত্মবিশ্বাস হারায়। যদিও কর্ণাটকের ক্ষেত্রে হল উল্টো।

কর্ণাটক ওপেনার প্রখর চতুর্বেদী শুরু থেকে শেষ অবধি ব্যাটিং করলেন! ম্যাচ অমীমাংসিত থাকলেও প্রথম ইনিংস লিডে কোচবিহার ট্রফি চ্যাম্পিয়ন হল কর্ণাটক। প্রখর এক দিক আগলে রাখেন। ২২৩ ওভার স্থায়ী হয় কর্ণাটক ইনিংস! চারদিনের ম্যাচ। সময় শেষ না হলে মুম্বই বোলার-ফিল্ডারদের যেন আরও কালঘাম ছুটত। কর্ণাটকের আর এক ওপেনার কার্তিক হাফসেঞ্চুরি করেন। তিনে নামা হর্ষিল ধর্মানি ১৬৯ রান করেন। সমিত দ্রাবিড়ের অবদান ২২। তবে ইনিংসে মূল আকর্ষণ হয়ে রইল প্রখরের ইনিংস।

প্রথম শ্রেনির ক্রিকেটে হোক বা টেস্ট। সর্বাধিক স্কোরের রেকর্ড কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার দখলে। প্রখরের ইনিংসটা যেন তেমনই তুখোর। ৬৩৮ বল, অপরাজিত ৪০৪ রান! ৪৬টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিও মেরেছেন প্রখর চতুর্বেদী।