AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA20: কেপটাউনে মুক্তো ঝরালেন কাব্যা, টানা দ্বিতীয়বার SA20 চ্যাম্পিয়ন সানরাইজার্স

Watch Video: কেপটাউনে মুক্তো ঝরালেন কাব্যা মারান। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে তাঁর হাসিমুখের ছবি। উচ্ছ্বাসে মেতে ওঠার ছবি। কেপটাউনে ডারবান সুপার জায়ান্টসের (Durban Super Giants) বিরুদ্ধে ফাইনালে নেমেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। মার্কো জ্যানসেনের মারকাটারি পারফরম্যান্সে ভর করে জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

SA20: কেপটাউনে মুক্তো ঝরালেন কাব্যা, টানা দ্বিতীয়বার SA20 চ্যাম্পিয়ন সানরাইজার্স
SA20: কেপটাউনে মুক্তো ঝরালেন কাব্যা, টানা দ্বিতীয়বার SA20 চ্যাম্পিয়ন সানরাইজার্স Image Credit: X
| Updated on: Feb 11, 2024 | 12:24 PM
Share

কলকাতা: খুশিতে ডগমগ কাব্যা মারান (Kavya Maran)। আর হবেন নাই বা কেন? এই নিয়ে দ্বিতীয় বার এসএ২০ লিগের চ্যাম্পিয়ন হয়েছে যে তাঁর দল। যার ফলে কেপটাউনে মুক্তো ঝরালেন কাব্যা মারান। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে তাঁর হাসিমুখের ছবি। উচ্ছ্বাসে মেতে ওঠার ছবি। কেপটাউনে ডারবান সুপার জায়ান্টসের (Durban Super Giants) বিরুদ্ধে ফাইনালে নেমেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। মার্কো জ্যানসেনের মারকাটারি পারফরম্যান্সে ভর করে জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান। সানরাইজার্সের ফ্র্যাঞ্চাইজি রয়েছে প্রোটিয়াভূমে হওয়া এসএ২০ লিগে। সেই সুবাদেই কাব্যা গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। আইপিএলে তাঁকে হায়দরাবাদের প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায়। এসএ২০ লিগেও সেই ছবি দেখা গিয়েছে। এ বারের এসএ২০ লিগের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে দলের পারফরম্যান্স দেখে কাব্যার খুশি আর ধরছিল না। সেই সকল ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্সের ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে সানরাইজার্স তোলে ২০৪ রান। জবাবে ১১৫ রানেই গুটিয়ে যায় ডারবান। নেপথ্যে মার্কো জ্যানসেনের অনবদ্য বোলিং। ৪ ওভার বল করে তিনি ৫টি উইকেট তুলে নেন। যার ফলে ৮৯ রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ।

এসএ২০ ট্রফি সানরাইজার্স ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম হাতে তোলার পর উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় দলের প্লেয়ারদের। কাব্যার সঙ্গে এইডেনের ট্রফি ধরার ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

সানরাইজার্স ইস্টার্ন কেপ এ বারের এসএ২০ লিগ জেতার পর কাব্যা মারান বলেন, ‘এই নিয়ে দ্বিতীয় বার আমাদের শিবিরে ট্রফি এল। আমরা ভীষণ খুশি। খুবই ভালো লাগছে। ব্যাটে-বলে দল দারুণ পারফর্ম করেছে। আমাদের দল শক্তিশালী। পুরো মরসুম জুড়ে দল দাপট দেখিয়েছে। ফাইনালটাও বেশ উপভোগ্য হল। দারুণ লাগছে।’

পরপর দু’বার এসএ২০ লিগ এল সানরাইজার্স ইস্টার্ন কেপ শিবিরে। কিন্তু দীর্ঘদিন আইপিএল খেতাব আসেনি সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। ২০১৬ সালে আইপিএল খেতাব জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর থেকে আর আইপিএল খেতাব আসেনি অরেঞ্জ আর্মিতে। এ বার দেখার নতুন আইপিএলের মরসুমে কী হয়।