কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে রেকর্ড হয়েছে। নিলামের ইতিহাসে গত সংস্করণ অবধি সবচেয়ে দামি ছিলেন স্যাম কারান। গত নিলামে তাঁকে ১৮.৫ কোটি টাকায় নিয়েছিল পঞ্জাব কিংস। এ বার সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। প্যাট কামিন্সকে ২০.৫ কোটিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ডও ভেঙে যায়। মিচেল স্টার্ককে সর্বকালের রেকর্ড ২৪.৭৫ কোটিতে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। কেকেআরের এই পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অনেক প্রাক্তন প্লেয়ারও প্রশ্ন তুলছেন, কেন বিদেশি ক্রিকেটারের জন্য এত টাকা খরচ হবে? মিচেল স্টার্ককে চড়া দামে নেওয়ার কারণ পরিষ্কার করলেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মিচেল স্টার্ককে নেওয়ার পর কেকেআরের পার্সে আর খুব বেশি টাকা ছিল না। যার জন্য অনেক প্লেয়ারকে টার্গেট করেও পাওয়া যায়নি। গৌতম গম্ভীর বলছেন, ‘স্টার্ক একজন এক্স ফ্যাক্টর। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এমন একজন যে নতুন বলেও বোলিং করতে পারে আবার স্লগ ওভারেও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারবে।’ কেকেআর শিবিরে মিচেল স্টার্ক ছাড়া আর কোনও অভিজ্ঞ পেসার নেই। একঝাঁক তরুণ পেসার। মিচেল স্টার্ককে কার্যত তাঁদের মেন্টর হিসেবেও কাজ করতে হবে। অন্তত গম্ভীরের মন্তব্যে এমনটাই মনে হচ্ছে।
কেকআরের মেন্টর আরও বলছেন, ‘আমাদের দু-জন ভারতীয় প্রতিভাবান পেসার রয়েছে। ওদেরও পথ দেখানো প্রয়োজন। স্টার্ক সেই কাজটাই করতে পারবে। শুধুমাত্র ওর বোলিংয়ের জন্য ওকে নেওয়া হয়েছে তা নয়, বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন। এর জন্য কাউকে এমন দাম দিয়ে নিতেই হত।’ গৌতম গম্ভীরের নেতৃত্বে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে। এরপর আর ট্রফি আসেনি। এ বার গম্ভীর ফেরায় ট্রফির প্রত্য়াশায় সমর্থকরাও।