হাত ছাড়ল KKR, দর পড়ল ১৬ কোটি! মাত্র ৭ কোটিতে RCB-তে Venkatesh Iyer

Venkatesh Iyer, Kolkata Knight Riders: কেকেআরেই অবাক উত্থান ছিল ভেঙ্কির। ওপেনার হিসেবে নজর কেড়েছিলেন। বল হাতেও টিমকে দিতে পেরেছিলেন সাফল্য। ব্যাটার-অলরাউন্ডার হিসেবে সেই যে উত্থান হয়েছিল তাঁর, তারপর আর রোখা যায়নি। গত মরসুমে কেকেআর তাঁকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল। ভাইস ক্যাপ্টেনও করা হয়েছিল।

হাত ছাড়ল KKR, দর পড়ল ১৬ কোটি! মাত্র ৭ কোটিতে RCB-তে Venkatesh Iyer
ভেঙ্কির পতন!Image Credit source: PTI

| Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 16, 2025 | 5:45 PM

কলকাতা: যিনি আলোড়ন ফেলেছিলেন গতবার, তিনি এবারও চর্চায়। তবে গতবার আলোচনায় ছিলেন রকেট গতিতে উত্থানের কারণে। এবার পতনের কারণে। ইনি আর কেউ নন, ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরে গতবার ২৩ কোটিরও বেশি পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের চোখ কপালে তোলা দামের নিরিখে তিনিও ছিলেন প্রথম সারিতে। সেই তিনিই এবার হারালেন অনেক টাকা। সঙ্গে দলও। কেকেআর রিটেইন করেনি তাঁকে। আরসিবিতে গেলেন ভেঙ্কি। দামও পড়ে গেল হুড়মুড়িয়ে।

কেকেআরেই অবাক উত্থান ছিল ভেঙ্কির। ওপেনার হিসেবে নজর কেড়েছিলেন। বল হাতেও টিমকে দিতে পেরেছিলেন সাফল্য। ব্যাটার-অলরাউন্ডার হিসেবে সেই যে উত্থান হয়েছিল তাঁর, তারপর আর রোখা যায়নি। গত মরসুমে কেকেআর তাঁকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল। ভাইস ক্যাপ্টেনও করা হয়েছিল। কিন্তু প্রত্যাশাপূরণ করতে পারেননি। যে কারণে দল আর রিটেইন করেনি। সেই ভেঙ্কিকেই আরসিবি তুলল মাত্র ৭ কোটি টাকায়। অর্থাৎ, ১৬ কোটি ৭৫ লাখ টাকা কমে গেল ভেঙ্কির মাইনে। যা কম চর্চার বিষয় নয়।

শুরুর দিকে লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ২ কোটির বেস প্রাইসের ক্রিকেটারের দর সাড়ে ৩ কোটি ছড়াতেই সরে দাঁড়ায় ওই দুই দল। কিন্তু আরসিবি শুরু থেকেই ভেঙ্কিকে পেতে মরিয়া ছিল। কেকেআরও ছিল লড়াইয়ে। কিন্তু দাম হাতের বাইরে যেতেই কেকেআরও সরে দাঁড়ায়। আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘ভেঙ্কিকে কিন্তু আমরা পেতে চেয়েছিলাম। যে কারণে ওর সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম। ওকে পছন্দ ছিল। ভেঙ্কিকে পেয়ে খুব সুবিধা হল। শুধু তাই নয়, ওর মধ্যে নেতৃত্বের কোয়ালিটিও আছে। যেটা ড্রেসিংরুমের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।’