ঢাকা: সাকিব আল হাসান, আইপিএল আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। কয়েকদিন ধরেই ঘুরে ফিরে আসছে এই তিনটি শব্দ। আইপিএলের (IPL) জন্য দেশের হয়ে টেস্ট খেলতে চাননি সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই আইপিএলকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কোনও রাস্তা নেই বাংলাদেশের। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন সাকিব। তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সাকিবের একটা চাপানউতোর চলতে থাকে। অবশেষে বাঁ-হাতি অলরাউন্ডারকে আইপিএল খেলার ছাড়পত্র দেয় বাংলাদেশ বোর্ড।
আরও পড়ুন: গ্রীসের কাছে আটকে গেল স্পেন
বাংলাদেশ বোর্ডের দেওয়া ছাড়পত্রের ফলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শুরু থেকেই সাকিব আল হাসানকে পাবে। কিন্তু তার মেয়াদ ১৮ মে অবধি। অর্থাৎ নাইট রাইডার্স প্লে অফে উঠলে সাকিবকে তারা পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইসমাইল হায়দার জানান, এনওসির (NOC) তারিখ অপরিবর্তিতই থাকব।
Eminent young achievers from different walks of life interacted with PM @narendramodi in Dhaka. pic.twitter.com/QJ6vleUuTJ
— PMO India (@PMOIndia) March 26, 2021
২০ মে থেকে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ (Bangladesh)। জাতীয় দলের হয়ে খেলতেই ১৮ মে-র পর দেশে ফিরে যাবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)।