TV9 বাংলা ডিজিটাল – অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে আবার চোটের ধাক্কা টিম ইন্ডিয়ার অন্দরে। কব্জিতে চোট পেয়ে টেস্ট সিরিজ (test series) থেকে ছিটকে গেলেন কেএল রাহুল (KL Rahul)। শনিবার মেলবোর্নে অনুশীলনের সময় চোট পান রাহুল। মঙ্গলবার বোর্ড জানিয়ে দিল, ফিট হতে রাহুলের তিন সপ্তাহ সময় লাগবে। তাই বর্ডার গাভাসকর ট্রফিতে লোকেশকে আর পাওয়া যাবে না।
UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
More details ? https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L
— BCCI (@BCCI) January 5, 2021
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন লোকেশ। সরাসরি তিনি যাবেন বেঙ্গালুরু। সেখানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রি-হ্যাব হবে। সব ঠিক থাকলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন রাহুল।
আরও পড়ুন – মহারাজের ‘স্পেশ্যাল’ বিরিয়ানি বানান কারা? খোঁজ নিয়ে দেখল টিভি নাইন বাংলা
তৃতীয় টেস্টের প্রথম দলে তাঁকে রাখার সম্ভাবনা ছিল। মিডল অর্ডারে হনুমার বদলে তাঁকে ভাবছিল টিম ম্যানজমেন্ট। কিন্তু আপাতত সেই পরিকল্পনা বিশ বাঁও জলে। ৭ তারিখ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।