Rinku Singh: বিধ্বংসী ব্যাটিং দেখেছেন, রিঙ্কু সিং কতগুলো উইকেট নিয়েছে জানেন?

Rinku Singh Bowling Stats: এশিয়ান গেমস, আয়ার্ল্যান্ড সফর অতীত। জাতীয় দলে রিঙ্কুকে পাওয়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস। প্রত্যাশিত ভাবেই দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পান রিঙ্কু। শুধু টি-টোয়েন্টিতেই নয়, ওয়ান ডে স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। প্রথম ওডিআই-তে সুযোগ না পেলেও রিঙ্কুর কাছে এই সফর এখনও অবধি স্মরণীয় হয়ে রয়েছে।

Rinku Singh: বিধ্বংসী ব্যাটিং দেখেছেন, রিঙ্কু সিং কতগুলো উইকেট নিয়েছে জানেন?
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 9:30 AM

কলকাতা: রিঙ্কু সিং ফিনিশেস অফ ইন স্টাইল। টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ প্রতিভা রিঙ্কু সিং সম্পর্কে এই লাইন হামেশাই ব্য়বহার করা যায়। আগামীতেও যাবে। কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘ সময় থাকলেও মূলত বেঞ্চেই কাটাতে হয়েছিল। কেউ চোট পেলে পরিবর্ত হিসেব নামতেন ফিল্ডিংয়ের জন্য। হাতে গোনা কিছু ম্যাচ খেলেছিলেন। গত বারের আইপিএল রিঙ্কুর কেরিয়ার বদলে দিয়েছে। নাইট রাইডার্সের ভরসা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, ক্রমশ জাতীয় দলেও জায়গা নিশ্চিত করছেন। আচ্ছা, রিঙ্কু সিং কি বোলিং করেন? উইকেট আছে তাঁর! এই প্রশ্নগুলোও তো মাথায় আসে, তাই না? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমস, আয়ার্ল্যান্ড সফর অতীত। জাতীয় দলে রিঙ্কুকে পাওয়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস। প্রত্যাশিত ভাবেই দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পান রিঙ্কু। শুধু টি-টোয়েন্টিতেই নয়, ওয়ান ডে স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। প্রথম ওডিআই-তে সুযোগ না পেলেও রিঙ্কুর কাছে এই সফর এখনও অবধি স্মরণীয় হয়ে রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেন।

আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে বল করতে দেখা যায়নি। বোলিং পারেন না, তা কিন্তু নয়। কেকেআর এবং ভারতীয় দলের এই বিধ্বংসী ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টি, প্রথম শ্রেনি এবং লিস্ট-এ (ঘরোয়া ওয়ান ডে) ক্রিকেটে বোলিং করেছেন। রিঙ্কু সিং অফস্পিনার। প্রথম শ্রেনির ক্রিকেটে ১৯ ইনিংসে বোলিং করেছেন রিঙ্কু। নিয়েছেন আধডজন উইকেট। ম্যাচে তাঁর সেরা বোলিং ১১ রান দিয়ে ২ উইকেট। ইকোনমি মাত্র ৩.৩০।

লিস্ট-এ ক্রিকেটে ৯ ম্যাচে বোলিং করেছেন রিঙ্কু। নিয়েছেন ৭টি উইকেট। ম্যাচে সেরা বোলিং ২৬ রান দিয়ে ২ উইকেট। ইকোনমি ৩.৯৩। যদিও টি-টোয়েন্টিতে খুব বেশি বোলিং করেননি। তার কারণ হতে পারে ইকোনমি! ৫ ম্যাচ মিলিয়ে ১১ ওভার বল করেছেন রিঙ্কু। নিয়েছেন ৩টি উইকেট। হতেই পারে আগামী দিনে বিধ্বংসী ব্যাটার নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ভারতীয় ক্রিকেট একজন অলরাউন্ডার পেল!