Rohit Sharma : ‘গতবছর উপকার করেছিলাম, প্রতিদান ফেরত চাই’, ঘুরিয়ে আরসিবিকে ম্যাচ হারতে বললেন রোহিত!
গতবারের আইপিএলে প্লে অফে ঠিক এভাবেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের উপর নির্ভর করেছিল আরসিবির প্লে অফ ভাগ্য। সে বার দিল্লিকে হারিয়ে আরসিবির প্লে অফের পথ পরিষ্কার করে দিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোং।
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, প্লে অফের টিকিট জুটবে কার ভাগ্যে? ছবিটা স্পষ্ট হতে এখনও কয়েক ঘণ্টা সময়। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দু পয়েন্ট হাসিল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি নেট রান রেটেও উন্নতি করেছেন রোহিত শর্মারা। তাতেও স্বস্তি নেই (IPL 2023)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম গুজরাট টাইটান্স (RCB vs GT) ম্যাচে চোখ রোহিতদের। মুম্বইকে প্লে অফে জায়গা করে দিতে হলে বিরাটদের হার ছাড়া উপায় নেই। আজকের ম্যাচে গোটা এমআই টিম ও সমর্থকদের সমর্থন থাকবে গুজরাট টাইটান্সের দিকে। হার্দিকদের দলের দ্বাদশ খেলোয়াড় আজ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। একেবারে উল্টো ছবি ২০২২ সালের। গতবারের আইপিএলে প্লে অফে ঠিক এভাবেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের উপর নির্ভর করেছিল আরসিবির প্লে অফ ভাগ্য। সে বার দিল্লিকে হারিয়ে আরসিবির প্লে অফের পথ পরিষ্কার করে দিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোং। মুম্বই ক্যাপ্টেন বলছেন, ‘গতবার আমরা ওদের উপকার করেছিলাম। এ বার প্রতিদান ফেরত দেওয়ার সময় এসেছে।’ অর্থাৎ ঘুরিয়ে বিরাট কোহলিদের কাছে হেরে যাওয়ার প্রার্থনা করলেন হিটম্যান (Rohit Sharma)। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ৮ উইকেটে জিতে নিজেদের নেট রানরেট বাড়িয়ে নিয়েছে মুম্বই। রোহিতদের কাজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু এরপরও মুম্বইকে নজর রাখতে হবে আরসিবি বনাম গুজরাট ম্যাচে। কারণ নেট রানরেটে এগিয়ে রয়েছে আরসিবি। আর রবি-রাতের ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে যদি হারিয়ে দেয় বিরাট কোহলির দল তা হলে মুম্বইয়ের প্লে অফের স্বপ্নভঙ্গ হবে। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে নির্ধারিত সময়ের ৫৫ মিনিট পর ম্যাচ শুরু হয়েছে। ম্যাচে দেরি হলেও ওভার কমেনি। গুজরাট টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। গুজরাটের বিরুদ্ধে জিততে হলে স্কোরবোর্ডে বড়সড় রান তুলতে হবে বিরাটদের। কারণ আরসিবির মতোই জিটির ব্যাটিং বিভাগও শক্তিশালী।
এ বার আসা যাক গতবারের আইপিএলের কথায়। ২০২২ সালে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস আগেই প্লে অফে পা রেখেছিল। চতুর্থ স্থানের দৌড়ে ছিল আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। সমীরকরণটা এমন ছিল যে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি হারলেই প্লে অফের জন্য কোয়ালিফাই করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেদিন মুম্বইয়ের জয়ের প্রার্থনায় গোটা আরসিবি টিম বসে পড়েছিল টিভির সামনে। আরসিবির টুইটার পেজের রং লাল থেকে বদলে গিয়েছিল নীলে! টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লিকে হারিয়ে আরসিবিকে প্লে অফের টিকিট পাইয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা চাইছেন, আজকের ম্যাচে সেই উপকারের প্রতিদান দিক বিরাট কোহলিরা।