TV9 বাংলা ডিজিটাল- যতই নতুন প্রজন্মের কথা বলা হোক, যতই বিশ্বের সেরা টিম হয়ে ওঠার প্রতিশ্রুতি থাক, ঘটনা প্রবাহ আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে পিছন দিকে। বিদেশের মাটিতে চূড়ান্ত পরাজয়ের করুণ কাহিনি বিরাট কোহলির প্রজন্মেও ক্ষত তৈরি করে গেল। বরং যা হল, তা আরও বেশি লজ্জার।
এত দিন টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর (lowest innings total) ছিল ৪২। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ছিল সেই লজ্জার হার। ৪৬ বছর সেটাকেও ছাপিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে অ্যাডিলেডের মাটিতে ৩৬ রানে অল আউট বিরাটরা। টেস্ট ক্রিকেটে গত ৬৫ বছরে (65 year) অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টিম এত কম রানে অল আউট হয়নি।
আরও পড়ুন – অ্যাডিলেডে বিরাট লজ্জা!
এতেই শেষ নয়, লজ্জার নানা গল্প উঠে আসছে। টেস্টের ইতিহাসে এই প্রথম ভারতের (India) কোনও ব্যাটসম্যান দু’অঙ্কের রানে পৌঁছতে পারল না। সর্বোচ্চ স্কোর ৯, মায়াঙ্ক আগরওয়ালের। এমনকি, শ্রীযুক্ত অতিরিক্তও দু’অঙ্কে পা রাখেনি।
ভারতের এই সর্বনিম্ন ৩৬ অবশ্য বহু দিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে আর এক সফরকারী টিম করেছিল। ১৯৩২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ৩৬ করেছিল।
এতেই শেষ নয়, রেকর্ডে ছয়লাপ ভারতের ইনিংস। এর আগে টেস্টে ভারতের প্রথম ছ’উইকেট সর্বনিম্ন ২৫ রানে পড়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টে ১৯ রানে পড়ল ৬ উইকেট।
লজ্জার আরও একটা দিক, মাত্র ৮ রান খরচ করে জস হ্যাজেলউড নিলেন ৫ উইকেট। মায়াঙ্কের উইকেট থেকে ধরলে হ্যাজেলউডের মাত্র ২৫ বল লেগেছে ভারতের ৫ ব্যাটসম্যানকে আউট করতে।