কলকাতা: গত মরসুমে শুরু হয়েছিল ILT20। দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। কমেন্ট্রি প্যানেলও ঘোষণা করেছে সম্প্রচারকারী সংস্থা। আর তাতেই জমে গেল লড়াই। বীরেন্দ্র সেওয়াগ কতটা বিধ্বংসী ব্যাটার, পাকিস্তানের তারকা পেসাররা খুব ভালো ভাবেই টের পেয়েছেন একটা সময়। শোয়েব আখতারই হোন বা ওয়াসিম আক্রম, বীরুর বিধ্বংসী ব্যাটিং থেকে নিস্তার পাননি কেউই। গান গাইতে গাইতে অবলীলায় চার-ছক্কা মারতেন। টেস্ট ক্রিকেটও খেলতেন টি-টোয়েন্টির মেজাজে। মাঠে যেমন বিধ্বংসী ছিলেন, তেমনই পাকিস্তান কিংবদন্তি পেস ত্রয়ীর বিরুদ্ধে মাঠের বাইরেও একই ভঙ্গিতে জবাব দিলেন বীরু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (ILT20) লিগে রয়েছে নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিরও টিম রয়েছে। টুর্নামেন্ট আরও জনপ্রিয় করতে বিদেশের তারকা ক্রিকেটাররা যেমন মাঠে খেলবেন, তেমনই কমেন্ট্রি বক্সেও দেখা যাবে প্রাক্তনদের। এই তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিংও। তেমনই পাকিস্তানের কিংবদন্তি পেসত্রয়ী শোয়েব আখতার, ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসও রয়েছেন। বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেটারদের বন্ধুত্ব অটুট।
সম্প্রচারকারী চ্যানেলের তরফে একটি ভার্চুয়াল আড্ডার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বীরেন্দ্র সেওয়াগ সেন্স অব হিউমর রিপ্লাইয়ে বাউন্সার মাঠের বাইরে পাঠালেন। আড্ডার মাঝেই মজার ছলে বীরেন্দ্র সেওয়াগকে ‘সাদামাটা অফস্পিনার’ বলেন শোয়েব আখতার। সঙ্গে বলেন, ‘ভয় পেয়ো না বীরু। শেষ বার যখন আমরা তিনজন (শোয়েব-ওয়াসিম-ওয়াকার) একসঙ্গে খেলেছি, তুমি মাঠে চশমা পরিষ্কার করে নিচ্ছিলে।’ নিজেদের ভয়ঙ্কর বোলিংয়ের উদাহরণ হিসেবেই এমন কথা বলেন শোয়েব আখতার।
বাইশগজেও যেমন বীরুকে রোখা কঠিন ছিল, তেমনই কথার লড়াইয়েও। বীরেন্দ্র সেওয়াগ বলেন, ‘তোমাদের সুন্দর মুখগুলো যাতে পরিষ্কার দেখতে পারি, এখন আমি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি।’ সে সময় অবধি তিন পেসারের সঙ্গে বীরেন্দ্র সেওয়াগ একাই ব্যাটার ছিলেন। বীরু জানতে পারেন, ভিডিয়ো কলে যোগ দিচ্ছেন ভাজ্জিও। বীরু বলে ওঠেন, ‘কমেন্ট্রি প্যানেলে কি শুধুই বোলাররা থাকবে? কোনও ব্যাপার না, তোমাদের জন্য আমি একাই যথেষ্ঠ।’