Bravo-Pollard: ‘পোলার্ড বনাম ব্র্যাভো, কার বেশি…’ হেসেই খুন হার্দিক

Jun 24, 2023 | 8:00 PM

Major League Cricket: মজার সংযোজন-আমি একটা বিষয় স্বীকার করে নিতে চাই, আমার চেয়ে তোমার অনেক অনেক বেশি টাকা রয়েছে। তবে আমি গর্বিত, আমার একজন ধনী বন্ধু রয়েছে।

Bravo-Pollard: ‘পোলার্ড বনাম ব্র্যাভো, কার বেশি…’ হেসেই খুন হার্দিক
Image Credit source: Instagram

Follow Us

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের দুই সেরা ক্রিকেটার কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জনপ্রিয় দুই মুখ। আইপিএলে পোলার্ড খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। অন্য দিকে, ডোয়েন ব্র্যাভো শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও আইপিএল কেরিয়ারে বেশির ভাগ সময়ই খেলেছেন চেন্নাই সুপার কিংসে। টি-টোয়েন্টি ক্রিকেটের দুই মহাতারকা আইপিএল থেকে অবসর নিয়েছেন। কোচের ভূমিকায় দেখা গিয়েছে দু-জনকেই। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে দেখা যাবে। তার আগে একটি মজার ভিডিয়ো ভাইরাল। অট্টহাসি ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন ডোয়েন ব্র্যাভো। গত আইপিএলে তাঁকে ছাপিয়ে যান যুজবেন্দ্র চাহাল। আইপিএলে খেলোয়াড় হিসেবে কেরিয়ারে ইতি টানার পর এখন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো। তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং গুরু পোলার্ড। মেজর লিগ ক্রিকেটে ব্র্যাভো খেলবেন টেক্সাস সুপার কিংসে। তেমনই মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি নিউইয়র্ককে নেতৃত্ব দেবেন কায়রন পোলার্ড। মাঠের লড়াইয়ে নামার আগে কথার লড়াই দুই কিংবদন্তির।

ইন্সটাগ্রামে ডোয়েন ব্র্যাভো একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর দাবি, প্রস্তুতিতে ‘বাধা’ দিয়েছেন কায়রন পোলার্ড। আইপিএলে কে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন, এই নিয়েও ‘ঝগরা দু-জনের’। ব্র্যাভো লিখেছেন- মনে হচ্ছে আমরা আবারও সেই বিতর্কে ফিরেছি। সকলেই তাহলে শুনুন, মিস্টার কায়রন পোলার্ড আমার দারুন একটা প্র্যাক্টিস সেশনে বিঘ্ন ঘটিয়েছে। ওর আমাকে জানানোর ছিল, পাঁচটি আইপিএল ট্রফি জয়ের আনন্দ কেমন হয়, উপলব্ধি করতে পারব না। এ বিষয়ে মিস্টার পোলার্ড ঠিকই বলেছেন। পাঁচটা আইপিএল ট্রফি অনুভূতি সত্যিই আমার জানা নেই। কিন্তু তার হয়তো জানা নেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি আমিই জিতেছি। পাঁচ বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ট্রফি রয়েছে। সঙ্গে দুটি বিশ্বকাপও। বাকিগুলো বাদই দিলাম। বিতর্কটা তাহলে এখানেই থামুক!

পোলার্ড একদিক থেকে তাঁর থেকে এগিয়ে, স্বীকার করে নিলেন ব্র্যাভো। মজার সংযোজন-আমি একটা বিষয় স্বীকার করে নিতে চাই, আমার চেয়ে তোমার অনেক অনেক বেশি টাকা রয়েছে। তবে আমি গর্বিত, আমার একজন ধনী বন্ধু রয়েছে।

Next Article