Manchester United: রোনাল্ডোর ‘নালিশ’, ম্যান ইউ ট্রেনিং সেন্টারে নতুনত্ব!
Cristiano Ronaldo: অতীতে প্রায়ই দেখা গিয়েছে, তাবড় তাবড় প্লেয়ারদের নালিশে টিম ম্যানেজমেন্টকে বড় কিছু পরিবর্তন আনতে। সেই ধারা হয়তো বজায় রাখতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। এক কালে দলের বৈতরণী পার করা রোনাল্ডোর নালিশের জেরেই একরকম যোগা কেন্দ্রের অন্তর্ভুক্তি করতে চলেছে এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ম্যাঞ্চেস্টার: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিচ্ছেদ হয়েছে এ মরসুমেই। ক্লাব এবং কোচের সঙ্গে বনিবনা হচ্ছিল না সিআর সেভেনের। অতীত সরিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন রোনাল্ডো। শুরুর দিকে কয়েক ম্যাচে ব্য়র্থ হলেও হ্য়াটট্রিক করে মান রেখেছেন। নতুন করে রোনাল্ডোকে ঘিরে স্বপ্ন দেখছে আল নাসের। রোনাল্ডো আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে না থাকলেও তাঁর করা অতীত ‘অভিযোগ’ এর রেশ রয়ে গিয়েছে। আর সেগুলো যে কিছু ইতিবাচকও ছিল, উপলব্ধি করতে পেরেছে ক্লাব। আর রোনাল্ডোর সেই নালিশের ভিত্তিতেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং সেন্টারে নতুনত্ব। বিস্তারিত TV9Bangla-য়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবর অনুযায়ী, ক্যারিংটনে নিজেদের ট্রেনিং সেন্টারকে নতুন রূপ দিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই খাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য়তম জনপ্রিয় ক্লাব। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গত বছর একটি সাক্ষাৎকারে, তাঁর পুরনো ক্লাব নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন ২০০৯ সালে প্রথমবারের মতো ক্লাব ছেড়ে আসার পর থেকে আবার অন্তর্ভুক্তির মধ্যে সেরকম কোনও পরিবর্তনই ঘটেনি ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশের।
অতীতে প্রায়ই দেখা গিয়েছে, তাবড় তাবড় প্লেয়ারদের নালিশে টিম ম্যানেজমেন্টকে বড় কিছু পরিবর্তন আনতে। সেই ধারা হয়তো বজায় রাখতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। এক কালে দলের বৈতরণী পার করা রোনাল্ডোর নালিশের জেরেই একরকম যোগা কেন্দ্রের অন্তর্ভুক্তি করতে চলেছে এরিক টেন হ্যাগের ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। পিয়ের্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছরের পর্তুগিজ তারকা বলেছিলেন, ‘অ্যালেক্স স্যার ছেড়ে যাওয়ার পর থেকে পরিকাঠামোর দিক থেকে ক্লাবের কোনও উন্নতি হয়নি। ক্লাব যে সঠিক পথে নেই, সে ব্যাপারে ওঁর চেয়ে ভালো আর কেউ জানেন না।’ এই প্রসঙ্গে এ কথা বলতেই হয় যে, অ্যালেক্স ফার্গুসনের শেষ মরসুমের পর গত ১০ বছরে আর কোনও প্রিমিয়ার লিগ খেতাব জেতেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এমন কী, ২০১৭ সালের পর থেকে কোনও টুর্নামেন্টেই ট্রফি জেতেনি। ক্ষোভ প্রকাশ করে সিআর সেভেন আরও বলেছিলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের তালিকায় প্রথম তিনের মধ্যে থাকা উচিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু দুর্ভাগ্যবশত নেই।’
