ইন্ডিয়ান ওপেনে বসতে চলেছে তারকাদের মেলা

sushovan mukherjee |

Apr 13, 2021 | 3:37 PM

মারিনের পাশাপাশি একান ইয়ামাগুচি, পিভি সিন্ধু, আন সে-ইয়ং, পর্নপাউয়ি চোচুওং, সাইনা নেহওয়ালদের দিকে চোখ থাকবে ব্যাডমিন্টন দুনিয়ার। ছেলে-মেয়ে মিলিয়ে ভারতের ৪৮ জন প্লেয়ার নামবে ইন্ডিয়ান ওপেনে।

ইন্ডিয়ান ওপেনে বসতে চলেছে তারকাদের মেলা
ছবি-টুইটার

Follow Us

নয়াদিল্লি: রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিনা মারিন, বিশ্বের এক নম্বর প্লেয়ার কেন্তো মোমোতা সহ বিশ্বের প্রথম সারির বেশ কিছু নামী তারকাকে দেখা যাবে ইন্ডিয়ান ওপেনে। ১১-১৬ মে দিল্লির কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। তবে করোনার জন্য পুরো টুর্নামেন্টই ক্লোজড ডোর হবে।

সাইনা নেহওয়ালদের মতো বিশ্বের অনেক নামী তারকার কাছেই ইন্ডিয়ান ওপেন খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এখানে ভালো খেলতে পারলে টোকিও অলিম্পিকের কোটা পাওয়া যেতে পারে। যে কারণে প্রায় ছেলে-মেয়ে মিলিয়ে প্রায় ২২৮ জন প্লেয়ার নামছে এই টুর্নামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কোভিড বিধি মেনে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিডল ইস্ট, ইউরোপ থেকে আসা ম্যাচ অফিশিয়ালরা সাত দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিন পর্ব পার করে তবেই টুর্নামেন্ট খেলাতে নামবেন।

আরও পড়ুন:IPL 2021: সেঞ্চুরি সত্ত্বেও ছয় মারতে না পারার আক্ষেপ যাচ্ছে না সঞ্জুর

আয়োজক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব অজয় সিঙ্ঘানিয়া বলেছেন, ‘অবশেষে আমরা এই টুর্নামেন্টটা করতে পারছি, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। তবে করোনার কারণে আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কোভিড বিধি কড়া ভাবে মানা হবে। পরিস্থিতির কথা বিচার করেই দর্শকদেরও আমরা টুর্নামেন্ট দেখার অনুমতি দিতে পারছি না।’

আরও পড়ুন:IPL 2021: কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার স্ট্র্যাটেজি সাজাচ্ছেন রোহিতরা

মারিনের পাশাপাশি একান ইয়ামাগুচি, পিভি সিন্ধু, আন সে-ইয়ং, পর্নপাউয়ি চোচুওং, সাইনা নেহওয়ালদের দিকে চোখ থাকবে ব্যাডমিন্টন দুনিয়ার। ছেলে-মেয়ে মিলিয়ে ভারতের ৪৮ জন প্লেয়ার নামবে ইন্ডিয়ান ওপেনে। মালয়েশিয়ার ২৬ জন, চিনের ১০ জনকে নামছেন ভারতীয় টুর্নামেন্টে।

Next Article