Rohit-Hardik: কেন রোহিতকে ছাঁটাই করেছে MI? ব্যাখ্যা দিলেন কোচ
IPL 2024, Mumbai Indians: প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরই ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মধ্যেই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে। যা নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অন্দর এবং বাইরেও ক্ষোভ ধরা পড়ে। রোহিতের নেতৃত্বেই পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। স্বাভাবিক ভাবেই তাঁকে নেতৃত্ব থেকে সরানোটা ভালো ভাবে নেননি সমর্থকরা। হার্দিককে কেন রোহিতের আসনে বসানো হল?

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। যদিও তিনি কবে মাঠে ফিরতে পারবেন নিশ্চিত নয়। ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রিহ্যাব চলছে তাঁর। আইপিএলের গত দুই সংস্করণে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। আইপিএল অভিষেকে হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন এবং গত সংস্করণে রানার্স হয় টাইটান্স। আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের জায়গায় অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আগামী আইপিএলেও হার্দিককে নেতা করে এগিয়েছিল টাইটান্স। যদিও প্লেয়ার রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরই ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মধ্যেই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে। যা নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অন্দর এবং বাইরেও ক্ষোভ ধরা পড়ে। রোহিতের নেতৃত্বেই পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। স্বাভাবিক ভাবেই তাঁকে নেতৃত্ব থেকে সরানোটা ভালো ভাবে নেননি সমর্থকরা। হার্দিককে কেন রোহিতের আসনে বসানো হল?
মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার এ বিষয়ে মুখ খুলেছেন। স্ম্যাশ স্পোর্টস পডকাস্টে বাউচার বলেন, ‘পুরোটাই ক্রিকেটিয় সিদ্ধান্ত। আমাদের এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। ভারতের অনেকেই সব বিষয় আবেগ দিয়ে দেখেন। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগটাকে সরিয়ে রাখতে হয়। এই সিদ্ধান্তে প্লেয়ার হিসেবে রোহিতকে আরও ভালো ভাবে পাওয়া যাবে বলেই মনে করি। ওকে খেলাটা উপভোগ এবং প্রচুর রান করতে দিন।’
রোহিতের উপর নেতৃত্ব কি বোঝা হয়ে দাঁড়িয়েছিল? বাউচারের কথায় যেন তেমনই ইঙ্গিত! আরও বলছেন, ‘রোহিতের সঙ্গে মিশে যা বুঝেছি ও মানুষ হিসেবেও দারুণ। ও দীর্ঘ দিন মুম্বইকে নেতৃত্ব দিয়েছে। দলকে সাফল্য দিয়েছে। ভারতীয় দলকেও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। ও যেখানেই যায়, সারাক্ষণ ক্যামেরা ফলো করে। রোহিত প্রচণ্ড ব্যস্ত। এতগুলো দায়িত্ব একসঙ্গে থাকার কারণেই হয়তো গত দুই আইপিএলে ব্যাটিং কিংবা নেতৃত্বে ওর পারফরম্যান্স ভালো হয়নি।’
দেশকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি নেতৃত্বেও ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও রয়েছে। তাই আইপিএলের নেতৃত্ব থেকে মুক্তি দেওয়া রোহিতকে কিছুটা হলেও রিল্যাক্স থাকতে সাহায্য করবে বলে মনে করেন মার্ক বাউচার।





