IPL 2024: গৌতম গম্ভীর বীজ পুঁতেছিলেন, ফল খাচ্ছে লখনউ সুপার জায়ান্টস!

Mar 31, 2024 | 5:19 PM

ঘরের মাঠে নিজের ডেবিউ ম্যাচে ছাপ ফেলেছেন মায়াঙ্ক যাদব। এ বার দেখার আইপিএলের ওয়ান্ডার বয় মায়াঙ্ক ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা। দিল্লির হয়ে ২০২২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল মায়াঙ্ক যাদবের। তিনি এখনও অবধি ১টিই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটে প্রবেশ করেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই সাদা বলে ছাপ ফেলা শুরু করেন।

IPL 2024: গৌতম গম্ভীর বীজ পুঁতেছিলেন, ফল খাচ্ছে লখনউ সুপার জায়ান্টস!
IPL 2024: গৌতম গম্ভীর বীজ পুঁতেছিলেন, ফল খাচ্ছে লখনউ সুপার জায়ান্টস
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: মায়াঙ্ক যাদব নামটা শনি-রাতের আইপিএল (IPL) ম্যাচের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। লখনউ সুপার জায়ান্টস শিবিরে তিনি রয়েছেন টিমের জন্মলগ্ন থেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বছর দু’য়েক আগে ২টো নতুন টিমের আত্মপ্রকাশ হয়েছিল। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। দিল্লির ছেলেকে লখনউ টিমে নিয়েছিলেন সেই সময়ের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০২২ সালের আইপিএলে তিনি খেলার সুযোগ পাননি। আর গত বছর হ্যামস্ট্রিংয়ের চোট মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) আইপিএলে খেলার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। চলতি মরসুমে অবশেষে তাঁর আইপিএলে অভিষেক হয়েছে। আর অভিষেক ম্যাচে লখনউকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তিনি।

বছর দু’য়েক আগে দিল্লির তরুণ পেসার মায়াঙ্ক যাদব নজরে পড়েছিলেন গৌতম গম্ভীরের। সেই সময় গৌতি ছিলেন লখনউয়ের মেন্টর। গৌতম গম্ভীরের মগজাস্ত্র কাজে লাগিয়ে মায়াঙ্ককে ২০২২ সালের আইপিএলের নিলামে ২০ লক্ষ টাকায় কেনে লখনউ। কিন্তু তিনি গৌতম টিমে থাকাকালীন, গত ২টো মরসুম তাঁর জাদু দেখানোর সুযোগ পাননি। কিন্তু এ বার তিনি আইপিএলে নিজের ছাপ রাখতে তৈরি। গৌতম বেছেছিলেন তাঁকে ঠিক, এখনও লখনউ সুবিধা পাচ্ছে মায়াঙ্ককে রেখে। ঘরের মাঠে নিজের ডেবিউ ম্যাচে ছাপ ফেলেছেন, এ বার দেখার আইপিএলের ওয়ান্ডার বয় মায়াঙ্ক ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা।

বর্তমানে কেকেআরের মেন্টর গৌতম। হয়তো নাইট শিবির থেকে তিনি ভাবছেন, লখনউকে ভালো সম্পদই দিয়ে এসেছেন তিনি। দিল্লির হয়ে ২০২২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল মায়াঙ্ক যাদবের। তিনি এখনও অবধি ১টিই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটে প্রবেশ করেন তিনি। অল্প কয়েকদিনের মধ্যেই সাদা বলে ছাপ ফেলা শুরু করেন। এখনও অবধি তিনি ১৭টি লিস্ট এ ম্যাচে খেলেছেন। আর মায়াঙ্ক ১১টি টি২০ ম্যাচে খেলেছেন। এখনও অবধি যথাক্রমে প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-২০ ম্যাচে মায়াঙ্ক নিয়েছেন ২টি, ৩৪টি ও ১৫টি উইকেট।

Next Article