AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mridula Jadeja: রাজকুমারী জাডেজা! প্যালেসে জীবন কাটান, ভারতের এই ক্রিকেটারকে চেনেন?

Indian Cricketer’s Palace: গুজরাটের এই মহিলা ক্রিকেটার কোনও অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ি নয়, থাকেন রাজমহলে। রাজকোটের রঞ্জি ভিলা প্যালেস। তাঁর বাবা মন্ধাতাসিং জাডেজা। প্যালেসের মালিক তিনিই। সব মিলিয়ে তাঁদের প্রায় ২২৫ একর সম্পত্তি রয়েছে। প্যালেসটিই ৬ একর জমির ওপর। রঞ্জিত ভিলা প্যালেসে রয়েছে ১৫০টি ঘর! এর মূল্য প্রায় ৪৫০০ কোটি টাকা! চক্ষু ছানাবড়া হওয়ার মতোই পরিস্থিতি। লেক, ফার্ম, ভিন্টেজ কার, কী নেই!

Mridula Jadeja: রাজকুমারী জাডেজা! প্যালেসে জীবন কাটান, ভারতের এই ক্রিকেটারকে চেনেন?
Image Credit: INSTAGRAM, TV9 Bangla Graphics
| Updated on: Jan 24, 2024 | 7:00 AM
Share

কলকাতা: মৃদুলা জাডেজাকে চেনেন? প্রথমেই বলে নেওয়া ভালো ইনিংস অজয় জাডেজা কিংবা রবীন্দ্র জাডেজার আত্মীয় নন। ভারতের এক ক্রিকেটার। রাজকুমারীও বলা যায়। বিরাট কোহলি, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর এমনকি মহেন্দ্র সিং ধোনির চেয়েও ধনী! প্যালেসে কাটে মৃদুলার জীবন। গুজরাটের এই মহিলা ক্রিকেটারকে নিয়ে কৌতুহল থাকাই স্বাভাবিক। বর্তমানে যাদের ধনী ক্রিকেটার বলা যায়, ভারতের সেই সমস্ত ক্রিকেটারের চেয়ে দামি বাড়িতে থাকেন। কে এই মৃদুলা জাডেজা? তাঁর সম্পর্কে বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও কিংবদন্তি সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও এই তালিকায় পড়েন। স্বাভাবিক ভাবেই তাঁদের জীবন যাপন নিয়েও আগ্রহ প্রচুর। তাঁরা যে শুধু ক্রিকেটের পরিসংখ্যান কিংবা সাফল্যের দিক থেকেই ধনী তা নয়, আর্থিক দিক থেকেও। বোর্ডের চুক্তি, ব্র্যান্ড এনডোর্সমেন্ড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, চারিদিক থেকেই অর্থ উপার্জন করেন। বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় থাকে বিরাট কোহলির নাম।

বিরাট, রোহিত, ধোনিদেরও টেক্কা দিচ্ছেন মৃদুলা জাডেজা! ভারত অধিনায়ক রোহিত শর্মা যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য প্রায় ৩০ কোটি। বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী বলিডউ তারকা অনুষ্কা শর্মার মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৮০ কোটি! আর মৃদুলা জাডেজা।

গুজরাটের এই মহিলা ক্রিকেটার কোনও অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ি নয়, থাকেন রাজমহলে। রাজকোটের রঞ্জি ভিলা প্যালেস। তাঁর বাবা মন্ধাতাসিং জাডেজা। প্যালেসের মালিক তিনিই। সব মিলিয়ে তাঁদের প্রায় ২২৫ একর সম্পত্তি রয়েছে। প্যালেসটিই ৬ একর জমির ওপর। রঞ্জিত ভিলা প্যালেসে রয়েছে ১৫০টি ঘর! এর মূল্য প্রায় ৪৫০০ কোটি টাকা! চক্ষু ছানাবড়া হওয়ার মতোই পরিস্থিতি। লেক, ফার্ম, ভিন্টেজ কার, কী নেই!

মৃদুলার বাব ব্যবসায়ী। সৌরাষ্ট্র মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন মৃদুলা জাডেজা। মেয়েদের ক্রিকেটের উন্নতিতে বারাবর সরব হয়েছেন। সৌরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট জোনের হয়েও খেলেছেন। সীমিত ওভারের ক্রিকেটে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন মৃদুলা। একটি প্রথম শ্রেনির ম্যাচও খেলেছেন। ডান হাতি ব্যাটার এবং মিডিয়াম পেসার। তাঁকে পেস বোলিং অলরাউন্ডারই বলা ভালো। ৩২ বছরের এই ক্রিকেটার ২০২১ সালে সিনিয়র ওয়ান ডে ট্রফিতে চারটি হাফসেঞ্চুরিও করেছিলেন। ২০২১ সালের পর আর খেলতে দেখা যায়নি মৃদুলাকে।