IND VS ENG: ‘পেপ গুয়ার্দিওলার মতো…’, স্টোকসদের বিশেষ পরামর্শ প্রাক্তনের

India vs England Test Series: ব্রেন্ডন ম্যাকালাম কোচ এবং বেন স্টোকস পাকাপাকি ভাবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম তারা কোনও টেস্ট সিরিজ হারল। সমালোচনা হওয়াই স্বাভাবিক। বিশেষত সিরিজ শুরুর আগে নানা আত্মবিশ্বাসী মন্তব্যের পর। সিরিজ হাতছাড়া। এখনও এক ম্যাচ বাকি। ৭-১১ মার্চ ধরমশালায় সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। তার আগে ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার চান, পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির মানসিকতা নিয়ে খেলুক স্টোকসরা!

IND VS ENG: 'পেপ গুয়ার্দিওলার মতো...', স্টোকসদের বিশেষ পরামর্শ প্রাক্তনের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 04, 2024 | 7:30 AM

আত্মতুষ্টিই কি ভুগিয়েছে ইংল্যান্ডকে? হতেও পারে। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর টানা তিন ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করেছে ভারত। এই সিরিজের আগে বাজবল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন, ভারতের মাটিতে বাজবল সম্ভব নয়। ইংল্যান্ড টিম অবশ্য নিজেদের উপর ভরসা দেখিয়েছে। এমনকি চতুর্থ ইনিংসে ৬০০ রান তাড়া করতেও পিছপা হবে না, এমনটাই দাবি করে এসেছে ইংল্যান্ড শিবির। সিরিজ হারতেই অবশ্য ঘরে বাইরে সমালোচনার সামনে স্টোকসরা। তাঁদের বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্রেন্ডন ম্যাকালাম কোচ এবং বেন স্টোকস পাকাপাকি ভাবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম তারা কোনও টেস্ট সিরিজ হারল। সমালোচনা হওয়াই স্বাভাবিক। বিশেষত সিরিজ শুরুর আগে নানা আত্মবিশ্বাসী মন্তব্যের পর। সিরিজ হাতছাড়া। এখনও এক ম্যাচ বাকি। ৭-১১ মার্চ ধরমশালায় সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। তার আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার চান, পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির মানসিকতা নিয়ে খেলুক স্টোকসরা!

একটি কলামে ভন লিখেছেন, ‘আমি বরাবরই পেপ গুয়ার্দিওলার মানসিকতার উদাহরণ দিয়ে থাকি। আমার চোখে স্পোর্টসের দুনিয়ায় এই প্রজন্মে পেপ সেরা লিডার। গত ১৫ বছরের হিসেব ধরুন। ও কখনও প্লেয়ারদের কমফোর্টজোনে চলে যেতে দেয় না। সকলেই একটা ধোঁয়াশার মধ্যে থাকে। সকলেই জানে, কোনও কিছুই নিশ্চিত নয়।’ আরও যোগ করেন, ‘পেপ গুয়ার্দিওলার মতো একজন লিডার যদি সবাইকে পারফর্ম করতে বাধ্য করতে পারেন, ইংল্যান্ড টিমের কি এ ভাবে হার মেনে নেওয়াটা ঠিক? পুরো সিরিজেই সকলে জানে, কে খেলবে, কে খেলবে না।’

প্লেয়ারদের মধ্যে এই যে অতিরিক্ত সুরক্ষাই কি আত্মতুষ্টির কারণ? দলে জায়গা নিশ্চিত ভেবেই কি গা ছাড়া মনোভাব? মাইকেল ভনের কথাতে যেন তেমনই ইঙ্গিত। বরং, জায়গা হারানোর ভয় থাকলেই ইংল্যান্ড ভালো পারফর্ম করতে পারত, ভন যেন সেটাই বোঝাতে চাইছেন।