Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitchell Johnson: ওয়ার্নারকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জের, ধারভাষ্যকারের দায়িত্ব খোয়ালেন কে?

Latest Update Of Mitchell Johnson: মোটা বেতনের চাকরি খোয়ালেন জনসন। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়লেন তিনি। সম্প্রতি সম্প্রচারী চ্যানেল ধারভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে। তাতে কোথাও নাম নেই জনসনের। মনে করা হচ্ছে প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের জেরেই দায়িত্ব থেকে সরানো হল তাঁকে।

Mitchell Johnson: ওয়ার্নারকে নিয়ে নেতিবাচক মন্তব্যের জের, ধারভাষ্যকারের দায়িত্ব খোয়ালেন কে?
মিচেল জনসনImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 5:01 PM

নয়াদিল্লি:  প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে ( David Warner) নিয়ে লাগামছাড়া মন্তব্য়। এ বার তার মাসুল দিতে হল প্রাক্তন অজি তারকা মিচেল জনসনকে ( Mitchell Johnson)। মোটা বেতনের চাকরি খোয়ালেন তিনি। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়লেন তিনি। সম্প্রতি সম্প্রচারী চ্যানেল ধারভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে। তাতে কোথাও নাম নেই জনসনের। মনে করা হচ্ছে প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের জেরেই দায়িত্ব থেকে সরানো হল তাঁকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ার্নারের বিদায়ী সিরিজ নিয়ে ঝামেলার সূত্রপাত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে রাখা হয়েছে ওয়ার্নারকে। আর তাতেই চটেছেন জনসন। তাঁর দাবি, ওয়ার্নারের কথা মেনে তাঁকে দলে রেখেছে বোর্ড। ওয়ার্নারের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকজর্জ বেইলিকেও নিশানা করেন তিনি। এই প্রসঙ্গে জনসন বলেন, “শেষ টেস্টে ২৬ গড়ে ব্যাট করেছেন ওয়ার্নার। এত খারাপ পারফর্ম করা সত্ত্বেও তাঁকে খেলানো হবে শুধুমাত্ত বিদায়ী সিরিজ বলে? এটা উচিত নয়।” এ ছাড়া পাঁচ বছর আগের বল বিকৃতি কান্ডের প্রসঙ্গ টেনে বলেন, “ওয়ার্নার অস্ট্রেলিয়ার সম্মানহানি করেছে। আর সেই ক্রিকেটারকেই এভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে! যা হাস্যকর।” জনসনের এই কটাক্ষে বিতর্কের ঝড় ওঠে। সম্প্রতি পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ‘ট্রিপল এম’ সংস্থার হয়ে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল তাঁর। তবে সেই দায়িত্ব থেকে বাদ পড়েছেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন ওয়াসিম আক্রম, মার্ক টেলর, মার্ভ হিউজের মতো কিংবদন্তিরা। মনে করা হচ্ছে প্রাক্তন সতীর্থ ওয়ার্নারকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্যের জন্যই মোটা টাকার চাকরি খোয়ালেন তিনি।