ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনও দিন সুযোগ পাবেন কি? পেতেও পারেন। হয়তো আগামী মরসুমেই! তার জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে। সেই সুযোগই পেতে চলেছেন স্পেন্সার জনসন। নাইট রাইডার্স শিবিরের নতুন সদস্য। তবে কলকাতা নাইট রাইডার্স নয়। শুক্রবার শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী মরসুম। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। LA নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন দীর্ঘদেহী বাঁ হাতি পেসার স্পেন্সার জনসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এই বাঁ হাতি পেসার ততটা পরিচিত নন। আসলে এখনও অবধি উল্লেখযোগ্য পারফরম্যান্স করে উঠতে পারেননি। তবে তাঁর কাছে দারুণ সুযোগ সকলের নজরে আসার। অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্পেন্সার জনসন। বিগ ব্যাশে খেলেছেন। প্রতিভার অভাব নেই। কেরিয়ারে চোটের জন্য প্রচুর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। সংক্ষিপ্ত কেরিয়ারে সেরা সাফল্য কিউয়িদের বিরুদ্ধে পারফরম্যান্স। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় জনসনের। চোটে আবারও দীর্ঘ বিরতি। ২০২২-২৩ মরসুমে প্রথম শ্রেনির ক্রিকেটে খেলার সুযোগ। শেফিল্ড শিল্ডে অভিষেক ম্যাচেই নেন ৮৭ রানে ৬ উইকেট। এই পারফরম্যান্সের জেরে অস্ট্রেলিয়া এ দলে সুযোগ পান স্পেন্সার। এ বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর ম্যাচে ৪ উইকেট নেন।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারে খেলেন স্পেন্সার জনসন। ১০ ম্যাচ খেলে নিয়েছেন ৯টি উইকেট। ইকোনমি মাত্র ৭.৫৫। চোট সমস্যা না থাকলে নাইট রাইডার্সের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করাই যায়। নতুন নাইট নিজে কী বলছেন? নাইট রাইডার্স টিমের সঙ্গে প্রথম দিনের অনুশীলন শেষে বলেন, ‘স্বপ্ন সত্যি হল। নাইট রাইডার্সে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। ওদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাচ্ছি। প্রথম প্র্যাক্টিস সেশনেই ম্যাচ খেলার সুযোগ পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও দিন ক্রিকেট খেলতে পারব ভাবিনি, তার ওপর নাইট রাইডার্সের হয়ে খেলব। দুর্দান্ত অনুভূতি।’