MLC 2023, Telecast: উদ্বোধনী ম্যাচেই নাইড রাইডার্স বনাম সুপার কিংস; ম্যাচ কোথায় দেখবেন, রইল বিস্তারিত

Major League Cricket: ঘুম ভাঙতেই নাইট রাইডার্সের ম্যাচ। তাও আবার সুপার কিংসের বিরুদ্ধে! ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস।

MLC 2023, Telecast: উদ্বোধনী ম্যাচেই নাইড রাইডার্স বনাম সুপার কিংস; ম্যাচ কোথায় দেখবেন, রইল বিস্তারিত
Image Credit source: twitter

Jul 09, 2023 | 7:00 AM

কলকাতা: ঘুম ভাঙতেই নাইট রাইডার্সের ম্যাচ। তাও আবার সুপার কিংসের বিরুদ্ধে! ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের টক্কর দিতে নামছেন ফাফ ডুপ্লেসি, ডোয়েন ব্র্যাভোরা। কিন্তু কোথায় দেখা যাবে ম্যাচ! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে এ বারই। উদ্বোধনী সংস্করণে তাক লাগাতে মরিয়া উদ্যোক্তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি এই লিগে দল কিনেছে। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি নিয়েছে লস অ্যাঞ্জেলস। তেমনই চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি কিনেছে টেক্সাস দল। তেমনই নিউইয়র্ক ফ্র্যাঞ্চাইজি কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স টিম। তাদের খেলা দেখার আগ্রহ ভারতেও ব্যাপক। রাউন্ড রবিন ভিত্তিতে হবে উদ্বোধনী টুর্নামেন্ট। ফাইনাল ভারতীয় সময় অনুযায়ী ৩১ জুলাই।

মেজর লিগ ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম ১৮। ভারতে এমএলসি-র ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল এবং জিও সিনেমাতে। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিয় ক্রিকেটারদের দেখা যাবে এই লিগে।

টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৬টায় শুরু হবে টেক্সাস সুপার কিংস বনাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ম্যাচ।

পরদিন অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত ২ টোয় প্রথম ম্যাচে নামছে মুম্বই ফ্র্যাঞ্চাইজির এমআই নিউইয়র্ক। তাদের প্রথম প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্ন।