KNIGHT RIDERS: রাইলি-রাসেল ঝড়, খাদের কিনারা থেকে নাইটদের প্রথম জয়

Jul 24, 2023 | 2:35 AM

Major League Cricket: রান তাড়ায় নেমে শুরুতেই তিন ধাক্কা নাইট শিবিরে। জেসন রয় (২), জসকরণ মালহোত্রা (২), গজানন্দ সিং (৩)। প্রথম তিন ব্যাটার ৮ রানেই আউট।

KNIGHT RIDERS: রাইলি-রাসেল ঝড়, খাদের কিনারা থেকে নাইটদের প্রথম জয়
Image Credit source: twitter

Follow Us

মেজর লিগ ক্রিকেটে প্রথম জয় নাইট রাইডার্সের। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে হেরেছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। পঞ্চম ম্যাচে জয়ের দেখা। যদিও খাদের কিনারায় ছিল নাইটরা। রাইলি রোসো এবং আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল নাইট রাইডার্স। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কিছুদিন আগেই শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। মেজর লিগ ক্রিকেট হচ্ছে ৬টি দল নিয়ে। এর মধ্যে তিনটি দলই কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি। লস অ্যাঞ্জেলস দলটি কিনেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টে শুরুটা একেবারেই সুখকর হয়নি নাইটদের। অবশেষে সিয়াটল অর্কাসের বিরুদ্ধে প্রথম জয় নাইটদের।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারিন। সিয়াটলের দুই ওপেনার কুইন্টন ডি’কক ও নউমান আনওয়ার খুব ভালো শুরু দিতে পারেননি। তবে তিনে নামা শেহান জয়সূর্য ৪৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। প্রোটিয়া কিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন ১৩ বলে ২৫ রান করেন। দ্রুত ২ উইকেট হারালেও শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৫ বলে ১৯ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে সিয়াটল। নাইটদের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন।

রান তাড়ায় নেমে শুরুতেই তিন ধাক্কা নাইট শিবিরে। জেসন রয় (২), জসকরণ মালহোত্রা (২), গজানন্দ সিং (৩)। প্রথম তিন ব্যাটার ৮ রানেই আউট। পঞ্চম উইকেটে রাইলি রোসো এবং আন্দ্রে রাসেল জুটি ম্যাচের মোড় ঘোরায়। মাত্র ৪৩ বলে ৬৭ রান যোগ করে নাইট রাইডার্সের এই জুটি।

রাইলি রোসো এক দিক আগলে রাখলেও ফের পরপর উইকেট হারায় নাইটরা। তবে অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্পেন্সার জনসনকে নিয়ে ১৭ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোসো। মাত্র ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে নাইটদের জয়ের স্বাদ দেন রাইলি রোসো। রাসেল ২৯ বলে ৩৭ রান করেন। ৫ বল বাকি থাকতেই ২ উইকেটে জয়।

Next Article