AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammad Shami: ফিটনেস পরীক্ষা দিতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি!

Border-Gavaskar Trophy: বেঙ্গালুরু টেস্টের আগে রোহিত শর্মাও জানান, সামি ফিট হওয়ার পথেই ছিলেন। হাঁটু ফুলে যাওয়ায় নতুন করে রিহ্যাব শুরু করতে হয়েছিল। ধোঁয়াশা তৈরি হয়। সামিও মরিয়া ছিলেন। বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের তদারকিতে টানা বোলিং করেন।

Mohammad Shami: ফিটনেস পরীক্ষা দিতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি!
Image Credit: PTI
| Updated on: Oct 21, 2024 | 6:52 PM
Share

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন মহম্মদ সামি? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন। গত কয়েক সপ্তাহে সামিকে ঘিরে দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে। গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে সামি। অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্বও কার্যত শেষের দিকে ছিল। বাংলা ক্রিকেট সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণে এসে সামি বলেছিলেন, একশো শতাংশ ফিট মনে করলেই মাঠে নেমে পড়বেন। নতুন করে হাঁটু ফুলে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন সামি। তিনি যদিও দাবি করেছিলেন, হাঁটু ফুলে যাওয়ার বিষয়টি গুজব।

বেঙ্গালুরু টেস্টের আগে রোহিত শর্মাও জানান, সামি ফিট হওয়ার পথেই ছিলেন। হাঁটু ফুলে যাওয়ায় নতুন করে রিহ্যাব শুরু করতে হয়েছিল। ধোঁয়াশা তৈরি হয়। সামিও মরিয়া ছিলেন। বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের তদারকিতে টানা বোলিং করেন। ব্যাট হাতে ছিলেন গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার। প্রায় তিন ঘণ্টার সেশন চলেছিল। এ বার ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে পরখ করে নিতে চান ভারতের তারকা পেসার মহম্মদ সামি।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজ। ২২ নভেম্বর শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। মহম্মদ সামি নিজেও যেমন খেলতে মরিয়া, ভারতীয় টিমও সামিতে পেতে চাইছে। কিন্তু আধা ফিট সামিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ক্যাপ্টেন রোহিত শর্মা। সামি নিজেও ফুল ফিট না হয়ে যেতে চান না। সে কারণেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা। রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ কেরলের বিরুদ্ধে। ২৬ অক্টোবর থেকে ম্যাচ।

বেঙ্গালুরুতে বোলিং সেশন প্রসঙ্গে একটি অনুষ্ঠানে বাংলার পেসার মহম্মদ সামি বলছেন, ‘গত কাল বোলিং করে দারুণ লেগেছে। কারণ, এর আগে অবধি আমি হাফ-রান আপে বোলিং করছিলাম। শরীরে চাপ দিতে পারছিলাম না। গতকালই মেডিক্যাল টিমের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ফুল রান আপে বল করব। একশো শতাংশ দিয়েই বোলিং করেছি। কোনও সমস্যা হয়নি। আশা করছি, খুব তাড়াতাড়িই ম্যাচে ফিরতে পারব।’ অস্ট্রেলিয়া সিরিজে খেলার ইচ্ছে থাকলেও আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে পরখ করে নিতে চান সামি। সেটাই জানিয়েছেন ভারতের এই তারকা পেসার।